কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসের বিকল্প নেই, কেন?
কৃষি বিষয়ক তথ্য পেতে কৃষি মেলার বিকল্প নেই। কারণ একমাত্র কৃষি মেলার মাধ্যমে কৃষি কাজে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি, উপকরণ, উৎপাদিত কৃষিপণ্য একসাথেদেখা সম্ভব হয়। আজকাল গ্রামের পাশাপাশি শহরেও কৃষি মেলার আয়োজন করা হয়। কৃষি মেলায় বিভিন্ন ধরনের বীজ ,চারাগাছ, সার, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি দেখানো ও বিক্রি করা হয়। তাছাড়া বিনামূল্যে কৃষি বিষয়ক বই পুস্তিকা বিতরণ করা হয়। এতে কৃষকের কৃষিবিষয়ক জ্ঞান বৃদ্ধি পায়।
Bhai eto late taratari den plz!!!!!
অনেক ভালো
Which school do you read
ami akjon student…….apanra ans ki aktu boro korte paren nah??jeno 3 theke 4 page likhte hoy…..plz ans gulo aktu boro korben…noile to mark. pabi na.. plz apnader kase onurodh ans boro korben