তীব্র গ্যাস সংকটের কারণে বিপর্যস্ত টেক্সটাইল শিল্প। টেক্সটাইল খাত পরিত্যক্ত শিল্পে পরিণত হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিটিএমএর কারওয়ান বাজার অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শওকত আজিজ রাসেল বলেন, কোভিড ও তার পরবর্তী দুই বছর কাজ না থাকার পরও শ্রমিকের বেতন দিয়ে যেতে হয়েছে। বর্তমানে গ্যাস সংকটের কারণে ৩০ শতাংশ সক্ষমতা নিয়ে এই শিল্প চলছে।
[button color=”red” size=”medium” link=”https://www.jagonews24.com/economy/news/967822″ icon=”fa-arrow-right” target=”true” nofollow=”true” sponsored=”false”]সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন [/button]