তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রােগ
বিষয়ঃ ভাবসম্প্রসারণ
শ্রেণীঃ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ SSC HSC JSC
মূলভাব
স্বার্থবুদ্ধিসম্পন্ন মানুষ প্রতিপত্তিশালী ব্যক্তিদের সন্তুষ্ট রেখে স্বার্থসাধনে তৎপর হয়।
সম্প্রসারিত ভাব
বঞ্চিত মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শনের নামে প্রভাবশালীরাই বাহুল্য সুবিধা ভােগ করে থাকে। বঞ্ছিতরা সহজে উদ্ধার কামনায় বিত্তবানদের কাছে নিজেদের সমর্পণ করে অনাবশ্যক প্রশংসায় মুখর হয়। মানবসমাজের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে দেখা যাবে যে, এক দল সুবিধাভােগী, অপর দল বঞ্চিত। বঞ্ছিতরা সুবিধাভােগীদের প্রশংসা করে নিজেদের স্বার্থ আদায়ে তৎপর হয়। প্রশংসার মাধ্যমে মানব মন জয় করার যে সুযােগ রয়েছে তা বঞ্ছিতরা গ্রহণ করে থাকে। স্তাবকদের প্রশংসায় সুবিদাভােগীরা নিজেদের অবস্থানকে আরাে দৃঢ় করে ফেলে।
তাছাড়া সুবিধাভােগীরা যে অবস্থানে বিরাজ করে সেখান থেকে ক্ষমতার প্রভাব সৃষ্টি করা সম্ভব। প্রভাবের জন্য তখন সুবিদাভােগীরা সবার আনুগত্য অর্জন করে। সমস্যা জর্জরিত মানুষ দুর্বলের কাছে যায় না, যায় সবলের কাছে সবল এতে আরাে সুবিধা পেয়ে বেশি সবল হয়ে ওঠে। মানুষ এভাবে তেলা মাথায় তেল দেওয়ার কাজ চালিয়ে যায়। সুবিধাভােগীরা এভাবে আরাে সুবিধা পায়, বঞ্চিতরা বঞ্ছিতই থেকে যায়। মানবজাতির এই প্রবণতা সমাজে সমতা আনার বাধা হিসেবে বিবেচনার যােগ্য।
মন্তব্য
সমাজে কেবল মুখাপেক্ষী হয়ে টিকে থাকার আশ্রয় গ্রহণ করা উচিত নয়।