
সূরা মাউন পবিত্র কুরআনের ১০৭ তম সূরা। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। সূরাটির আয়াত সংখ্যা ৭টি। মুসলিম উম্মার জন্যে এই সূরাটি অনেক গুরুত্বপূর্ণ কারন এই সূরাতে কাফের ও মুনাফেকদের কপিয় দুষ্কর্ম উল্লেখ করে তজ্জন্য জাহান্নামের শাস্তি বর্ণনা করা হয়েছে। এবং এমন সব নামাযীদেরকে ধ্বংসের বার্তা শুনানো হয়েছে যারা নিজেদের নামাযে গাফলতি করে এবং লোক দেখানো নামায পড়ে।
সূরা মাউন আরবি অর্থ ও বাংলা উচ্চারণ
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ (১)
উচ্চারণঃ আরাআইতাল্লাযী ইউকাযযি বুবিদ্দীন।
অর্থঃ আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যা বলে?
فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ (২)
উচ্চারণঃ ফাযা-লিকাল্লাযী ইয়াদু‘‘উল ইয়াতীম।
অর্থঃ সে সেই ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দেয়
وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ (৩)
উচ্চারণঃ ওয়ালা-ইয়াহুদ্দু‘আলা-তা‘আ-মিল মিছকীন।
অর্থঃ এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত করে না।
فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ (৪)
উচ্চারণঃ ফাওয়াইঁলুলিলল মুসাল্লীন।
অর্থঃ অতএব দুর্ভোগ সেসব নামাযীর।
الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ (৫)
উচ্চারণঃ আল্লাযীনাহুম ‘আন সালা-তিহিমি ছা-হূন।
অর্থঃ যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর।
الَّذِينَ هُمْ يُرَاؤُونَ (৬)
উচ্চারণঃ আল্লাযীনা হুম ইউরাঊনা।
অর্থঃ যারা তা লোক-দেখানোর জন্য করে।
وَيَمْنَعُونَ الْمَاعُونَ (৭)
উচ্চারণঃ ওয়া ইয়ামনা‘ঊনাল মা-‘ঊন।
অর্থঃ এবং নিত্য ব্যবহার্য্য বস্তু অন্যকে দেয় না।
উক্ত সুরাটিতে আল্লাহ প্রথমেই বিচার দিবসের কথা বলেছেন এবং এরপর বলছেন সেই সব লোকদের কথা যারা এতিমদের গলা ধাক্কা দেয়। মুলত তারাই বিচার দিবসকে অস্বীকার করে। আমাদের বর্তমান সমাজে এর চিত্র প্রতিদিনের। অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করছে। এবং আল্লাহ বলছেন এরা নামযের প্রতি অবহেলা করে এবং অমনোযোগী। এবং এদের নামায আল্লাহ কবুল করেন না। আমাদের সমাজে এমন অনেক লোক রয়েছেন যারা লোক দেখানো ইবাদাত করে এবং সাহায্য করে। আর এরাই হচ্ছে মুনাফিক। অর্থাৎ এরা ভিতরে নিজের দাম্ভিকতা দেখানোর জন্যে মানুষদের সাহায্য করছে অথচ বাহিরে এমন ভাব দেখায় তারা সমাজ সেবা করছে। এরাই হলো মুনাফিক। এবং এরাই হবে কাফিদের দলে। মূলত লোক দেখানো আল্লাহর কাছে পৌঁছায় না।
সুতরাং আমাদের উচিত সূরা মাউনকে ভালো করে উপলব্ধি করা। নিজেরদের নামাজের ব্যাপারে অধিক মোনোযুগী হাওয়া। বেশি করে এতিম ও মিসকীনদের সাহায্য করা এবং অন্যদেরকেও তা করার জন্য উৎসাহিত করা। লিখাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।
প্রথম আয়াতে টাইপিংয়ের ভুল হয়েছে। ঠিক করে নেবেন আশাকরি।
ধন্যবাদ আপনাকে। দয়া করে বলবেন কি ঠিক কোন জায়গায় ভুল হয়েছে।
অনেক ধন্যবাদ