ইসলাম ও জীবনকুরআন

সূরা আদ-দুহা (Surah Adh-Dhuha) আরবি, বাংলা উচ্চারণ অর্থ অনুবাদ

Daraz cupon Code

সূরা আদ-দুহা (আরবিঃ سورة الضحى) পবিত্র কুরআন শরিফের ৯৩ তম সূরা। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। আয়াত সংখ্যা ১১। দুহা শব্দের অর্থ হল “আলো”, “সকালের ঘণ্টা”, “উজ্জ্বল সকাল”

← পূর্ববর্তী সূরা সূরা আল-লাইল

পরবর্তী সূরা → সূরা আল-ইনশিরাহ

শানে নুযূল

হাদিস থেকে জানা যায় কিছুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অবতরণ বন্ধ ছিল। তাই তিনি অস্থির হয়ে পড়েছিলেন। নবীজির মনে আশংকা হল হয়তো আল্লাহ তাঁর উপর নারাজ হয়েছেন। এবং তাঁকে পরিত্যাগ করেছেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সান্ত্বনা দেওয়ার পরিপ্রেক্ষিতে আল্লহ সূরা আদ-দুহা নাযিল করেন।

সূরা আদ-দুহা আরবি, বাংলা উচ্চারণ অর্থ অনুবাদ

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
Go to: Top 10
(1
وَالضُّحَى
উচ্চারণঃ ওয়াদদু হা-।
অর্থঃ শপথ পূর্বাহ্নের,
(2
وَاللَّيْلِ إِذَا سَجَى
উচ্চারণঃ ওয়াল্লাইলি ইযা-ছাজা-।
অর্থঃ শপথ রাত্রির যখন তা গভীর হয়,
(3
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى
উচ্চারণঃ মা-ওয়াদ্দা‘আকা রাব্বুকা ওয়ামা-কালা-।
অর্থঃ আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি।
(4
وَلَلْآخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى
উচ্চারণঃ ওয়ালাল আ-খিরাতুখাইরুল্লাকা মিনাল ঊলা-।
অর্থঃ আপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়
(5
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى
উচ্চারণঃ ওয়া লাছাওফা ইউ‘তীকা রাব্বুকা ফাতারদা-।
অর্থঃ আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন।
(6
أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى
উচ্চারণঃ আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআ-ওয়া-।
অর্থঃ তিনি কি আপনাকে এতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।
(7
وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى
উচ্চারণঃ ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা-।
অর্থঃ তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন।
(8
وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى
উচ্চারণঃ ওয়া ওয়াজাদাকা ‘আইলান ফাআগনা-।
অর্থঃ তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন।
(9
فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ
উচ্চারণঃ ফাআম্মাল ইয়াতীমা ফালা-তাকহার।
অর্থঃ সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না।

Go to: Top 10
(10
وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ
উচ্চারণঃ ওয়া আম্মাছ ছাইলা ফালা-তানহার।
অর্থঃ সওয়ালকারীকে ধমক দেবেন না।
(11
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
উচ্চারণঃ ওয়া আম্মা-বিনি‘মাতি রাব্বিকা ফাহাদ্দিছ।
অর্থঃ এবং আপনার পালনকর্তার নেয়ামতের কথা প্রকাশ করুন।
Go to: Top 10

সম্পর্কিত টপিক

মন্তব্য করুন

Back to top button