সারমর্ম লিখন – বাংলা ২ য় পত্র
(২)
অধম রতন পেলে কি হবে ফল?
উপদেশে কখনও কি সাধু হয় খল?
উপদেশে কখনও কি সাধু হয় খল?
ভালাে মন্দ দোষগুণ আধারেতে ধরে,
ভুজঙ্গ অমৃত খেয়ে গরল উগরে
জলধি জল করিয়া ভক্ষণ
জলধর করে দেখ সুধা বরিষণ।
সজনে সু-যশ গায় কু-যশ ঢাকিয়া,
ভুজঙ্গ অমৃত খেয়ে গরল উগরে
জলধি জল করিয়া ভক্ষণ
জলধর করে দেখ সুধা বরিষণ।
সজনে সু-যশ গায় কু-যশ ঢাকিয়া,
কুজনে কুরব করে সু-রব নাশিয়া।
সারমর্ম : অন্যের ভালাে দিকগুলাের প্রতি আকৃষ্ট হওয়াই সৎ লােকের ধর্ম। আর মন্দ লােকের ধর্ম হল অন্যের খুঁত খুঁজে বের করে তা প্রচার করে বেড়ানাে। বস্তুত জগতে ভালাে ও মন্দ লােকের স্বভাব-বৈশিষ্ট্যই আলাদা।