অনুচ্ছেদ

“সততা” অনুচ্ছেদ লিখন

Daraz cupon Code
Rate this post

অনুচ্ছেদ লিখন : সততা
বাংলা ২য়

সততা
( অনুচ্ছেদ )

প্রবাদ আছে- সততাই সর্বোকৃষ্ট পন্থা। আমাদের ব্যক্তি জীবনে সততার অভাব থাকলে কোনাে মহৎ কাজ করা সম্ভব নয়। সৎ মানুষের অভাবে একটি জাতি অন্ধকারে নিমজ্জিত হতে পারে। আবার যে জাতির জনগােষ্ঠীর বেশিরভাগ লােক সৎ সে জাতি পৃথিবীর বুকে বাঁচতে পারে মাথা উঁচু করে। সততার শক্তি অপরিসীম। সততার অর্থ সদ্ভাবে জীবন পরিচলনা করা। লােভলালসাকে অতিক্রম করে যারা ন্যায়নিষ্ঠভাকে নিজের জীবনকে পরিচালিত করতে পারে তারা সততার উৎকৃষ্ট উদাহরণ। সৎ মানুষই শ্রেষ্ঠ মানুষ। সততাকে বিসর্জন দিলে মানুষ পশুস্তরে নেমে যায়- সে হয় ঘৃণিত ও উপেক্ষিত। অসৎ লােকের দ্বারা সমাজ উপকৃত হয় না। সততার গুণে কর্মক্ষেত্রে কিংবা সামাজিক জীবনে যেকোনাে মানুষ শীর্ষস্থান দখল করতে পারে।
তার, অবস্থান জাপান প্রভৃতি জাতি সততার সাথে কঠোর পরিশ্রম করে বিশ্বের বুকে আজ ক্ষমতাশীল জাতিতে পরিণত হতে পেরেছে। সততা কোনাে আপেক্ষিক বিষয় নয়। স্থান, কাল, পাত্রভেদে সততার কোনাে পার্থক্য হয় না। মানুষের সামগ্রিক জীবনাচরণেই সততার প্রকাশ ঘটে। কথায় ও কাজে মিল থাকাটাই সততার প্রধান প্রমাণ। সততা থাকতে হয় চিন্তায় ও মনের জগতে। একজন সৎ মানুষ সবার অলক্ষ্যে এবং অবারিত সুযােগের মাঝেও নিজের নৈতিক শক্তি হারান না। অসৎ জীবনের মতাে এমন অশান্তিময় জীবন আর নেই। জীবনের প্রতিটি মুহূর্তে মানুষকে সৎ থাকতে হয়ে। একজন অশিক্ষিত কিংবা খেটে খাওয়া মানুষের মাঝেও সততার স্বর্গীয় সৌন্দর্য বিকশিত হতে পারে। যারা অলস ও শ্রমবিমুখ তারাই অনেক সময় সংসারে অসৎ পথের পথিক হয়ে থাকে। সৎ মানুষের ব্রত থাকে সৎপথে অর্থ উপার্জন। সততাই সাফল্যের একমাত্র চাবিকাঠি। আর তাই আমাদের উচিত হবে সততাকে জীবনের পাথেয় হিসাবে গ্রহণ করা।


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

সম্পর্কিত টপিক

মন্তব্য করুন

Back to top button