বিসিএস প্রস্তূতিসাধারণ জ্ঞানস্বাস্থ্য কথা

মানুষের মস্তিষ্ক সম্পর্কে কিছু অবাক করা তথ্য

Daraz cupon Code
বিজ্ঞান থেমে নেই। প্রতিনিয়িতই অজানাকে জানার চেষ্টা করছে। মানবদেহের এক কঠিন এবং বিস্ময়কর বস্তুটি হলো মস্তিস্ক।  বিজ্ঞানের গবেষণায় মানুষের এই মস্তিস্ক নিয়ে  অবাক  তথ্য বের হয়ে এসেছে। তেমনি কিছু তথ্য আজ আপনাদের সাথে শেয়ার করবো।
মানুষের মস্তিষ্ক সম্পর্কে কিছু অবাক করা তথ্য
ছবিঃ ইন্টারনেট

১।  মানুষের মস্তিষ্কে যে রক্তনালী রয়েছে তা একসাথে করলে মোট দৈর্ঘ্য হবে প্রায় ১,৬১,০০০ কিলোমিটার। যা দিয়ে পৃথিবীকে ৪ বার পরিবেষ্টন করা যাবে।
২। পুরুষদের তুলনায় নারীদের মস্তিষ্কের আকার ছোট হয়ে থাকে। গবেষণায় বলা হয়েছে নারীদের মস্তিস্ক ১০% ছোট পুরুষদের থেকে।
৩। মানুষের মস্তিস্ক দুইটি ভাগে ভাগ করা থাকে। দুইটি ভাগের কাজ অন্যটি থেকে আলাদা হয়। 
৪। গবেষণায় বলা হয়েছে মানুষের দ্বিতীয় একটি মস্তিস্ক রয়েছে যা অন্ত্রীয় স্নায়ুতন্ত্র হিসেবে পরিচিত। এই অন্ত্রীয় স্নায়ুতন্ত্র স্বাধীনভাবে চলতে পারে। আমরা এই স্নায়তন্তের কারণে আমরা অন্ত্রের অনুভূতি বুঝতে পারি।
৫। মানুষের মস্তিস্ক স্ক্যান করে জানা গেছে যে, মানুষ যখন প্রেমে পরে তখন তার মস্তিষ্কের বিশেষ কিছু অংশ উদ্দীপিত হয়। 
৬। মস্তিস্ক শরীরের মোট ওজনের ২% হয়ে থাকে কিন্তু এটি একাই শরীরের ২০ থেকে ২৫% রক্ত ও অক্সিজেন গ্রহণ করে থাকে। 
৭। গবেষণায় দেখা গাছে মানুষ যখন কঠিন কোনো বিষয় নিয়ে চিন্তা করে তখন মস্তিস্ক বেশি পরিমানে শক্তি ও  শরীর থেকে অক্সিজেন গ্রহণ করে। যা ৫০% পর্যন্ত হতে পারে।  
৮। শরীরে সবচেয়ে দীর্ঘ এবং দীর্ঘজীবী কোষ হলো নিউরন। এদের কিছু অংশ পুরো জীবনকাল বেঁচে থাকতে পারে। 
৯। গবেষকরা এটা নিশ্চিত করে বলেছে যে, মানুষের মস্তিক সুপার কম্পিউটার থেকেও অনেক জটিল।
১০। আমরা ফ্যাট কে এড়িয়ে চলতে চাই।  কিন্তু জানেন কি আমাদের মস্তিক ৬০% চর্বি দিয়ে তৈরী। মানবদেহের বেশি চর্বি মস্তিষ্কেই রয়েছে।
১১। প্রাপ্তবয়স্ক একটি মস্তিষ্কে প্রায় ৮৬ বিলিয়ন নিউরন থাকে যেগুলো আরো ১০,০০০ নিউরনের সাথে সংযোগ স্থাপন করে। 
১২। আমাদের মস্তিস্ক ভালো জিনিসের তুলনায় খারাপ বিষয়গুলো বেশি সংরক্ষণ করে রাখে। তবে তা আমাদের রক্ষা করার জন্যেই করে থাকে।
মানুষের মস্তিষ্ক সম্পর্কে কিছু অবাক করা তথ্য
ছবিঃ ইন্টারনেট

১৩। আপনি জানেন কী আমরা যে স্বপ্ন দেখি তার ১২% সাদা কালো হয়ে থাকে।
১৪। শুনে হয়তো অবাক হবেন, মানুষের মস্তিষ্কের ১০০ টেরা বাইট (টিবি) [১ টিবি = ১০২০ জিবি] পর্যন্ত ডাটা ধারণ করতে সক্ষম। 
১৫। অধিকাংশ মানুষ ঘুম থেকে জেগে উঠার প্রথম ৫ মিনিটেই স্বপ্নের ৫% ভুলে যায় এবং পরবর্তী ১০ মিনিটে বাকি ৯০% ভুলে যায়। 
১৬। আমরা ঘুমালেও আমাদের অবচেতন মন কখনো ঘুমায় না।  আর আমরা যে স্বপ্ন দেখি তা এই অবচেতন মনের জন্যেই।
১৭। জানেন কী, একটি সজাগ মস্তিস্ক প্রায় ২০ ওয়াটের শক্তি উৎপন্ন করতে পারে। যা দিয়ে একটি ছোট বৈদুত্যিক বাল্ব জ্বালানো যেতে পারে।
১৮। একজন মানুষ দিনে প্রায় ৭০,০০০ টি চিন্তা করে যার মধ্যে বেশিরভাগ চিন্তাই বারবার করে থাকে।
১৯। আপনি জানেন কি, আপনি যখন ক্লান্ত হয়ে যান তখন আপনার মস্তিস্ক সৃজনশীল কাজে ব্যস্ত  থাকে। 
২০. আমরা যখন মজার কোন কথা বা জোকস শুনে তা অনুধাবন করতে পারি তখন আমাদের মস্তিস্কের পাঁচটি অংশ একসাথে কাজ করে। 
২১। মস্তিক মানুষভেদে অর্থাৎ পরিচিত এবং অপরিচিত মানুষের সাথে ভিন্ন প্রতিক্রিয়া দেখায়।

সম্পর্কিত টপিক

মন্তব্য করুন

Back to top button