
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই
ভাবসম্প্রসারণ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ৬ ৭ ৮ ৯ ১০ ১১ শ্রেণী SSC HSC JSC
মূলভাব
মানুষ সাধনা, যােগ্যতা, বুদ্ধিমত্তা ও ভালােবাসা দিয়ে প্রমাণ করেছে বিশ্বে মানুষের চেয়ে মহৎ কিছু নেই।
সম্প্রসারিত ভাব
মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সৃষ্টিকর্তা মানুষকে কিছু বিশেষ গুণ দিয়ে সৃষ্টি করেছেন। মানুষের রয়েছে বুদ্ধিমত্তামযা অন্য কোনাে প্রাণীর মধ্যে নেই। মানুষ তার মেধা এবং বুদ্ধির বিকাশ সাধনের মধ্য দিয়ে জলে, স্থলে ও অন্তরিক্ষে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। মানুষ অভিনব আবিষ্কার ও পারস্পরিক সহযােগিতা নিশ্চিত করে আধুনিক সভ্যতার চরম শিখরে আরােহণ করতে পেরেছে। তাই মানুষ অনন্য গৌরবের অধিকারী।
মানুষের আছে ন্যায়-অন্যায় ও ভালােমন্দ বােঝার ক্ষমতা। যা অন্য কোনাে প্রাণীর মধ্যে নেই। অজানাকে জানা, অদেখাকে দেখার কৌতূহল মানুষকে সবসময় তাড়িয়ে বেড়ায়। মানুষ সবসময় সত্যের সন্ধানী। জ্ঞানের সন্ধানে মানুষ ছুটে চলেছে। মানুষই একমাত্র সত্যের বাণী অপরের কানে পৌঁছে দিচ্ছে। মানুষ না থাকলে কোনাে সত্যই প্রতিষ্ঠিত হতাে না। আদিম যুগে একতাবদ্ধ হয়ে মানুষ যে কোনাে প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম করেছে, আজও একে অপরের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টায় লিপ্ত। একজনের কাজে আরেকজন সাহায্য করতে ছুটে আসে।
তাছাড়া মানুষ প্রকৃতির অন্যান্য জীবের সেবা করে ও তাদেরকে ভালােবাসে। প্রেম, দয়া, প্রভৃতি সদগুণ কেবল মানুষের মধ্যেই বিরাজমান। জীবন চলার পথে এগুলাে মানুষই জীবনের ও সমাজের স্বার্থ রক্ষা ও উন্নতিকল্পে ব্যবহার করে। তবে পৃথিবীতে মানুষ বিভিন্ন নীতি, আদর্শ আর সমাজের কিছু বিধিনিষেধের বেড়াজালে আবদ্ধ। এসব বেড়াজাল ছিন্ন করে সবাই বেড়িয়ে আসতে পারে না। ফলে অনেক মানুষের পক্ষেই অনেক কিছু করা সম্ভব হয় না। আবার সমাজে এক শ্রেণির মানুষ আছে যারা বর্ণপ্রথা, সাংস্কৃতিক ঐতিহ্যের দোহাই দিয়ে মানুষকে অনেক কিছু করা থেকে বিরত রাখছে। ফলে একশ্রেণি নানাভাবে বঞ্চিত হচ্ছে।
আর আর্তমানবতা উপেক্ষিত হচ্ছে। তবুও মানুষই এ পৃথিবীতে শান্তি বজায় রেখে চলছে। মনুষ্যত্বের বিকাশ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করছে। এজন্য পৃথিবীতে একমাত্র মানুষই সম্মানের যােগ্য ও শ্রেষ্ঠত্বের দাবিদার।
মন্তব্য
মানুষ সমাজবদ্ধ জীব। মানুষে মানুষে সহমর্মিতা মানুষকে প্রকৃত মানুষ হতে সাহায্য করে। মানুষের প্রতি মানুষের অপরিসীম, দায়িত্ব ও কর্তব্য রয়েছে। তা পালনের মধ্য দিয়েই মানুষ শ্রেষ্ঠত্ব লাভ করে।
গহ