বিজ্ঞান মেলা |
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তােলার লক্ষ্যে সারাদেশে নিয়মিত বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান মেলার আয়োজন করা হয়ে থাকে। যে স্থানে কিছুসংখ্যক স্টল নিয়ে বিজ্ঞানভিত্তিক নানা তথ্যচিত্র ও চলচ্চিত্র উদ্ভাবনকৃত প্রকল্প প্রভৃতি প্রদর্শন করা হয় তাকে বিজ্ঞান মেলা বলে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিলেমিশে বিজ্ঞান মেলা পরিচালনা ও বিচারকার্য সম্পাদন করে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ভিত্তিতে এবং আন্তঃশ্রেণি ভিত্তিতে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অধ্যক্ষ, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিদের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়। মেলাতে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে থাকে। বিজ্ঞান মেলার প্রকল্প প্রতিযোগিতা, কুইজ, বিজ্ঞান বিষয়ক গল্প লেখা, উপস্থিত বক্তৃতা সহ নানা প্রতিযােগিতার আয়ােজন করা হয়। সাধারণত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং জেলা প্রশাসন বিজ্ঞান মেলা তত্ত্বাবধান করে থাকে। এছাড়াও বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগেও বিজ্ঞান মেলার আয়ােজন করা হয়। প্রতিটি মেলায় একটি স্লোগান বা প্রতিপাদ্য বিষয় থাকে। বিভিন্ন স্কুল থেকে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মাঝে যারা অভাবনীয়, চমৎকার ও বাস্তবভিত্তিক প্রকল্প প্রদর্শন করে থাকে তাদের পুরস্কার ও অনুদান দেয়া হয়। সরকারি ও বেসরকারি অনুদানের বিনিময়ে উদ্ভাবক শিক্ষার্থী তার কাঙ্ক্ষিত স্বপ্নের প্রকল্পকে বাস্তবে রূপ দিতে পারে। যার মাধ্যম হচ্ছে এ বিজ্ঞান মেলা। অর্থাৎ উন্নত এবং আধুনিক বিশ্ব ও দেশ গঠনে বিজ্ঞান মেলার গুরুত্ব অপরিসীম। প্রযুক্তির ধারা অব্যাহত রাখতে, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এর জন্য স্কুল-কলেজ পর্যায়ে নিয়মিতভাবে বিজ্ঞান মেলার আয়ােজন করতে হবে। এসব মেলার মাধ্যমে শিক্ষার্থীরা উদ্ভাবন বিষয়ে আগ্রহী হয়ে উঠবে এবং তাদের মাঝে ঘটবে প্রযুক্তির প্রসার।