অষ্টম শ্রেণি বিজ্ঞান (Science) ৯ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২১ এর উত্তর | Class Eight 9th week Assignment
অষ্টম শ্রেণি বিজ্ঞান (Science) ৯ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২১ এর উত্তর | Class Eight 9th week Assignment 2021 Answer
তোমার প্রতিদিনের পর্যবেক্ষণ থেকে ব্যাপন ও অভিস্রবণ এর দুটি করে ঘটনা উল্লেখ করো। ব্যাপন ও অভিস্রবণ প্রক্রিয়া থেকে যে কোন একটির জন্য পরীক্ষা সম্পন্ন করে সম্পূর্ণ প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে লেখ।
নির্ধারিত কাজ
তোমার প্রতিদিনের পর্যবেক্ষণ থেকে ব্যাপন ও অভিস্রবণ এর দুটি করে ঘটনা উল্লেখ করো। ব্যাপন ও অভিস্রবণ প্রক্রিয়া থেকে যে কোন একটির জন্য পরীক্ষা সম্পন্ন করে সম্পূর্ণ প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে লেখ।
নমুনা উত্তর
ব্যাপনঃ
ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে পদার্থের সৃষ্টি । পদার্থের ভিতর অণুগুলো গতিশীল অবস্থায় থাকে । অবস্থানভেদে অণুগুলোর গতিশীলতার তারতম্য ঘটে। যেমন, তরল ও গ্যাসের ক্ষেত্রে অণুর চলাচল দ্রুত হয় এবং বেশি ঘনত্ব স্থান থেকে কম ঘনত্বের দিকে অণুগুলো ছড়িয়ে পড়ে। অণুগুলোর এরূপ চলন পক্রিয়াকে ব্যাপন বলে।
ব্যাপন এর বৈশিষ্ট্যঃ
নিন্মে ব্যাপন এর কিছু বৈশিষ্ট্য উল্ল্যেখ করা হল:
- তরল ও গ্যাসীয় পদার্থের ব্যাপন দ্রুত ঘটে।
- বেশি ঘনত্ব স্থান থেকে কম ঘনত্বের দিকে অণুগুলো ছড়িয়ে পড়ে।
- অণুর ঘনত্ব সমান না হওয়া পর্যন্ত ব্যাপন পক্রিয়া চলতে থাকে।
নিচে ব্যাপন এর দুইটি উদাহরণ দেওয়া হলঃ
প্রয়োজনীয় উপকরণঃ পানি, বিকার, তুতে।
পর্যবেক্ষণঃ গ্লাসের পানির রং ব্যাপন প্রক্রিয়ার কারণে পরিবর্তিত হয়েছে। তুঁতের অণুগুলো অধিক ঘনত্ব সম্পন্ন হওয়ায় এগুলো কম ঘনত্বসম্পন্ন পানির অণুতে ছড়িয়ে পড়ে। ফলে গ্লাসের পানির রং নীল বর্ণ ধারণ করে। ব্যাপন প্রক্রিয়ায় সাধারণত অণুগুলো বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে। তুঁতে কঠিন পদার্থ হওয়ায় এর ঘনত্ব তরল পদার্থ পানির চেয়ে বেশি। পানিতে তুঁতে ছেড়ে দিলে তুঁতের নীল রং পানির মধ্যে ছড়িয়ে পড়ে। এভাবে একসময় সব দ্রবণের ঘনত্ব সমান হয়ে যায় এবং এই ব্যাপন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।
যে পক্রিয়ায় একই পদার্থের কম ঘনত্ব এবং বেশি ঘনত্বের দুটি অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক করা হলে দ্রাবক পদার্থের অণুগুলো কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে যায় তাকে অভিস্রবণ বলে।
নিন্মে অভিস্রবন এর কিছু বৈশিষ্ট্য উল্ল্যেখ করা হল:
- দ্রবণ যত বেশি হবে অভিস্রবনিক চাপ তত বেশি হবে।
- অভিস্রবণও এক প্রকার ব্যাপন।
- অভিস্রবন শুধুমাত্র তরলের ক্ষেত্রে ঘটে।
- দুইটি দ্রবনের ঘনত্ব এক না হওয়া পর্যন্ত অভিস্রবণ পক্রিয়া চলতে থাকে।
- এ প্রক্রিয়ার দ্বারা উদ্ভিদ মাটি থেকে পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করতে পারে।
- এ পক্রিয়া দ্বারা উদ্ভিদ কোষের রসস্ফীতি ঘটে।
Akta porikkha likhte hbe Bhaiya❤️
হ্যাঁ। তোমাদের নির্দেশনায় যে কোন একটি পরীক্ষণের কথা বলা হয়েছে।
Vaiya class 8 er 10 soptaher assignment kobe diben amader school theke assignment diye diche plz taratari den