“বিজ্ঞান” অষ্টম শ্রেণি ১৫তম অ্যাসাইনমেন্ট এর উত্তর – Science Class Eight 15th week assignment answer
নির্ধারিত কাজঃ
![]() |
বিজ্ঞান অষ্টম শ্রেণি ১৫তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট |
“বিজ্ঞান” অষ্টম শ্রেণি ১৫তম অ্যাসাইনমেন্ট এর উত্তর
একটি কাগজ ও একটি ছােটো ভারী বল নিয়ে নিম্নের পরীক্ষা গুলাে সম্পন্ন করা হলাে:
১. ১০ ফিট উচ্চতা থেকে একটি বল ও কাগজটিকে ছেড়ে দেওয়া হল ।
২. এবার কাজগটিকে মুড়িয়ে একই পরীক্ষা আবার করা হল।
নিম্নে সম্পূর্ণ পরীক্ষণ ও পর্যবেক্ষণ ধারাবাহিক ভাবে লেখা হলাে: পরীক্ষণ
- প্রথমে একটি কাগজ, একটি ভারী বল ও একটি স্টপ ওয়াচ নিয়ে ১০ ফুট উচ্চতা সম্পন্ন জায়গায় (যেমনঃ বাড়ির ছাদ:) উঠি।
- এরপর বল ও কাগজটিকে একসাথে ছেড়ে সাথে সাথে স্টপ ওয়াচ টি চালু করে দেই এবং বস্তু দুটি মাটিতে পড়ার আগে মুহূর্ত পর্যন্ত উপাত্তগুলাে খাতায় নােট করি।
- এবার কাগজটিকে মুড়িয়ে একই পরীক্ষাটি আবার করি।
পর্যবেক্ষণঃ
পর্যবেক্ষণে দেখা যায় বলটি কাগজটির আগে মাটি স্পর্শ করছে এবং পরের বলটিও আগে মাটি স্পর্শ করছে।
বলটি কাগজটির আগে মাটি স্পর্শ করার কারণ বিশ্লেষণ করা হল এবং সিদ্ধান্ত গ্রহণ করা হলােঃ
বিশ্বের প্রত্যেকটি বস্তু একে অপরকে নিজের দিকে টানে। এই আকর্ষণকে মহাকর্ষ বলে। পৃথিবী ও অন্য যে কোন বস্তুর মধ্যকার আকর্ষণ বল কে অভিকর্ষ বলে। কোন বস্তুতে বল প্রয়োগ করলে বস্তুর গতির পরিবর্তন হয়। এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বস্তুটির গতি শক্তি বৃদ্ধি পেতে থাকে। বল প্রয়োগে প্রতি সেকেন্ডে যে পরিমাণ বেগ বৃদ্ধি পায় তাকে ত্বরণ বলে। অভিকর্ষ বলের প্রভাবেও বস্তুর ত্বরণ হয়। যেহেতু বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে সুতরাং অভিকর্ষ বলের প্রভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। g = GM/d2 সূত্রানুযায়ী অভিকর্ষজ ত্বরণ ভর নিরপেক্ষ।
কাগজ ও বল একসাথে ছেড়ে দেওয়ার পর এদের মধ্যকার অভিকর্ষজ ত্বরণ সমান থাকবে। বলের ওজন বেশি হওয়ায় এটি বাতাসের বাধাকে অতিক্রম করে দ্রুত ভূমিকে স্পর্শ করতে পারে। অন্যদিকে কাগজের ওজন কম হওয়ার কারণে এটি বাতাসের বাধাকে বাধাপ্রাপ্ত এবং অনেক পরে ভূমিকে স্পর্শ করে।
সিদ্ধান্তঃ
পরিশেষে বলা যায়, অভিকর্ষজ ত্বরণ এবং বাতাসের বাধার কারণে বলটি কাগজটির আগে মাটিতে এসে পড়বে।
এই ছিল তোমাদের বিজ্ঞান অষ্টম শ্রেণি ১৫তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট এর উত্তর। আশা করছি উত্তরটি তোমাদের উপকারে আসবে।
wow