সামাজিক মূল্যবােধ
বিষয়ঃ অনুচ্ছেদ
শ্রেণিঃ ৬ ৭ ৮ ৯ ১০ ১১
মানুষ হিসাবে জন্মগ্রহণ করলেই প্রকৃত মানুষ হওয়া যায় না। প্রকৃত মানুষ হতে হলে মানুষকে মূল্যবােধের শিক্ষায় শিক্ষিত হতে হয়। একজন মানুষের মূল লক্ষ্য হওয়া উচিত মনুষ্যত্ব অর্জন করা। নৈতিকতা মনুষ্যত্ব অর্জনের প্রথম ধাপ। সততা, ন্যায়পরায়ণতা, শৃঙ্খলাবােধ প্রভৃতি গুণের সমাবেশেই নৈতিকতার স্বরূপ প্রকাশিত হয়। সামাজিক মূল্যবোধ তৈরিতে নৈতিকতা মুখ্য ভূমিকা পালন করে। নীতিবােধ, আদর্শ দ্বারা পরিচালিত সমাজব্যবস্থাই সামাজিক মূল্যবােধের ফসল। যে সমাজে অন্যায় অবিচার থাকবে না, হানাহানি, দ্বন্দ্ব-সংঘাত থাকবে না সে সমাজেই সামাজিক মূল্যবোধ প্রতিফলিত হয়। সামাজিক মূল্যবােধসম্পন্ন সমাজ দুর্নীতি, বঞ্চনা, শোষণ, স্বার্থপরতা ইত্যাদি থেকে দূরে থাকে। কিন্তু বর্তমানে বাংলাদেশে সামাজিক মূল্যবােধ চরমভাবে ভূলুণ্ঠিত হচ্ছে।
অফিস-আদালত, রাস্তা-ঘাট, হাট-বাজার, যানবাহন, শিক্ষাপ্রতিষ্ঠান সর্বত্রই এর অভাব লক্ষ করা যায়। সামাজিক মূল্যবােধের অবক্ষয় বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা। দিনদিন এ সমস্যা আরও প্রকট হচ্ছে। আমাদের দেশে ক্রমবর্ধমান দারিদ্র্য, জনসংখ্যার ঘনত্ব, অশিক্ষা, বেকারত্ব, রাজনৈতিক সংকট ও মাদকের সহজলভ্যতা সামাজিক মূল্যবােধের অবক্ষয়ের অন্যতম কারণ। এ থেকে পরিত্রাণ পেতে হলে সামাজিক আন্দোলন, শিক্ষার প্রসার, অভিভাবকদের সচেতনতা, ধর্মীয় নীতির প্রয়ােগ ও সচেতনতা সৃষ্টি করতে হবে। তা না হলে সামাজিক অবক্ষয়ের ফলে দেশ হারিয়ে যাবে ধ্বংসের অতলে।