![]() |
এসএসসি পরীক্ষা ২০২২ এর রুটিন প্রকাশের সম্ভাব্য তারিখ জেনে নিন |
শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যেই জানিয়েছে যে মাধ্যমিক স্তরের এবারের এসএসসি পরীক্ষা ২০২২ সালের ১৯ জুন শুরু হবে।
এসএসসি পরীক্ষা ২০২২ এর জন্য সংক্ষিপ্ত সিলেবাস শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করা হয়েছে। সংক্ষিপ্ত সিলেবাসের উপর ভিত্তি করেই তৈরি করা হচ্ছে প্রশ্ন।
পরীক্ষার সময় প্রসঙ্গে জানতে পাইলে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে চলতি বছর এসএসসি পরীক্ষার সময় ২ ঘণ্টা। যার মধ্যে সৃজনশীল এর জন্য ১০০ মিনিট (১ ঘণ্টা ৪০ মিনিট) এবং ২০ মিনিট সময় দেওয়া হবে নৈব্যক্তিক এর জন্য।
অন্যদিকে, পরীক্ষা বণ্টন প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবার ১০০ নম্বরের পরিবর্তে ব্যবহারিক বিষয় বাদে ৫৫ নম্বরে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স ও ব্যাংকিং, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস এ সকল বিষয়ে পরীক্ষা হবে ৫৫ নম্বরের।
ব্যবহারিক বিষয় ৭৫ নম্বরে পরীক্ষায় পরিবর্তে নেয়া হবে ৪৫ নম্বরে । যার মধ্যে সৃজনশীল থাকবে ৩০ নম্বর এবং নৈব্যক্তিক থাকবেন ১৫ নম্বর । বিষয়গুলো হল কৃষিশিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্বপরিচয, বিজ্ঞান এবং ধর্ম চারটি বিষয় থাকছে না এইবারের এসএসসি পরীক্ষায়। এই চারটি বিষয়ের মূল্যায়ন করা হবে সাবজেক্ট ম্যাপিং করে।
এসএসসি পরীক্ষার রুটিন প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান ইতিমধ্যে পরীক্ষার রুটিন প্রস্তুত করা হয়েছে তা আগামী মে মাসের শুরুর দিকে রুটিন প্রকাশ করা হতে পারে ।
আবশ্যিক বিষয় পরীক্ষা হবে সকালে এবং বিকেলে ব্যবসায় বিভাগের পরীক্ষা হবে। তাছাড়া মানবিক ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত।