বাংলাদেশের নদনদী
বিষয়ঃ অনুচ্ছেদ
শ্রেণীঃ ৬ ৭ ৮ ৯ ১০ ১১
আমাদের দেশের ভূগাঠনিক প্রক্রিয়ায় নদীর ভূমিকা অপরিসীম। নদীর স্রোতে বয়ে আনা মাটি থেকেই জেগে উঠছে নিত্যনতুন ভূ-অঞ্চল। বাংলাদেশের সুজলা-সুফলা, শস্য-শ্যামলা রূপ নদীরই অবদান। বসন্তের রক্তলাল সৌন্দর্যের আবেশে বিকশিত সবুজ প্রকৃতির অফুরন্ত ঐশ্বর্য নদীর স্নিগ্ধ প্রবাহের নৈপুণ্যে হয়ে ওঠে আরও মােহনীয়। বাংলাদেশের অর্থনীতি কৃষিভিত্তিক। বর্ষাকালে নদীবাহিত পলিমাটি আবাদি অথবা অনাবাদি ভূমিতে পড়ে জমিকে করে তােলে উর্বর। নদীর পানি শুকিয়ে গেলে স্থল ভাগে এর প্রবল প্রভাব পড়ে। শুরু হয় মরুকরণ প্রক্রিয়া। নদীর পানি সেচ কাজে এমনকি রান্নাবান্না ও গোসলের কাজেও ব্যবহৃত হয়। মৎসজীবী জেলে সম্প্রদায় নদীতে মাছ ধরেই বংশানুক্রমে জীবনযাত্রা অতিবাহিত করে। পদ্মা, মেঘনা নদীর ইলিশ পৃথিবী খ্যাত। নদী সব সময় উপকারই করে না। নদীর তলদেশ ভরাট হয়ে বর্ষাকালে দুকূল প্লাবিত হয় এবং বিস্তৃত জনপদ বন্যায় ভাসিয়ে দিয়ে মানুষের জীবনকে করে তােলে দুর্বিষহ। পরিবেশের ভারসাম্য রক্ষায় নদীর গুরুত্ব অপরিসীম। নদীর অস্তিত্বকে সচল ও স্বাভাবিক রাখা আমাদের অস্তিত্ব রক্ষার জন্য একান্ত আবশ্যক।