Uncategorized

প্রতিবেদন: বিশুদ্ধ খাবার পানির অভাব জানিয়ে প্রতিবেদন

Daraz cupon Code
প্রতিবেদন: বিশুদ্ধ খাবার পানির অভাব জানিয়ে প্রতিবেদন
প্রতিবেদন: বিশুদ্ধ খাবার পানির অভাব জানিয়ে প্রতিবেদন

 তােমার এলাকায় বিশুদ্ধ খাবার পানির অভাব জানিয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য সংবাদপত্রে একটি প্রতিবেদন পত্র লেখ।

সম্পর্কিত টপিক

তারিখ : ৫ জানুয়ারি ২০১৬ খ্রিষ্টাব্দ
বরাবর
সম্পাদক, 
দৈনিক জনকণ্ঠ, 
২৪/এ নিউ ইস্কাটন রােড, ঢাকা।

জনাব, 

আপনার বহুল প্রচারিত, জনপ্রিয় ও বস্তুনিষ্ঠ পত্রিকা ‘দৈনিক জনকণ্ঠ’ পত্রিকার ‘চিঠিপত্র’ কলামে নিম্নোক্ত সমস্যাটি প্রকাশ করে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে সহায়তা করার জন্য সবিনয় অনুরােধ জানাচ্ছি।

বিনীত
‘খ’ 
উলিপুর, কুড়িগ্রাম।

বিশুদ্ধ পানীয় জলের অভাব : বিপর্যস্ত জনজীবন।

কুড়িগ্রাম জেলার উলিপুর থানার অন্তর্গত ঝাউখণ্ড গ্রামটি জনবহুল ও বর্ধিষ্ণু। এখানে প্রায় ৪০০০ লােক বাস করে। শহর থেকে দূর, এই গ্রামটিতে আধুনিকতার স্পর্শ নেই বলে গ্রামের মানুষদের খাবার পানির তেমন কোনাে সুব্যবস্থা নেই। তারা গ্রামের একমাত্র নলকূপ থেকে খাবার পানির প্রয়ােজন মেটায়। তাছাড়া গ্রামে একটি ছােট পুকুর আছে। যা থেকে গ্রামের মানুষ গােসল ও অন্যান্য কাজকর্ম সম্পন্ন করে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে, নলকূপটি নষ্ট হওয়ায় গ্রামের মানুষ আবর্জনা ও জঞ্জালে পরিপূর্ণ পুকুর থেকেই খাবার পানির চাহিদা নিবারণ করছে। ফলে তারা ডায়রিয়া, কলেরা ও আমাশয়ের সঙ্গে পেটের পীড়ায় ভুগছে। 

এরূপ পরিস্থিতিতে সরকারের তরফ থেকে গ্রামের জনগণকে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা না করা হলে ডায়রিয়া ও কলেরা মহামারীর রূপ ধারণ করবে। এমতাবস্থায় জরুরি ভিত্তিতে ঝাউখণ্ড গ্রামটিতে গভীর ও নতুন নলকূপ স্থাপন করে গ্রামবাসীর বিশুদ্ধ খাবার পানির অভাব পূরণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সবিনয় জোর দাবি জানাচ্ছি।

বিনীত
‘খ’ 
উলিপুর, কুড়িগ্রাম।

সম্পর্কিত টপিক

মন্তব্য করুন

Back to top button