‘বই পড়ার অভ্যাস গঠন’ সম্পর্কিত একটি প্রতিবেদন |
তোমার কলেজের অধ্যক্ষের বরাবরে কলেজে অনুষ্ঠিত “পড়ার অভ্যাস গঠন” বিষয়ে আলোচনা সভা সম্পর্কিত একটি প্রতিবেদন রচনা কর।
বরাবর
অধ্যক্ষ
চট্রগ্রাম সরকারি কলেজ, চট্রগ্রাম।
বিষয়ঃ বই পড়ার অভ্যাস গঠন সম্পর্কিত প্রতিবেদন
সম্প্রতি কলেজে মিলনায়তনে অনুষ্ঠিত বিএনসিসি আয়োজিত “বই পড়ার অভ্যাস গঠন ” শীর্ষক আলোচনা সভা সম্পর্কে প্রতিবেদন সদয় অবগতির জন্য পেশ করা হলোঃ
আলোচ্য অনুষ্ঠানে মূলপ্রবন্ধ পাঠ করে আমাদের কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ মোকাররম হোসেন মিয়া। প্রবন্ধে বই পড়ার অভ্যাস গঠনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এবং বিভিন্ন শ্রেণীর পাঠক গড়ে তুলতে ছাত্র-শিক্ষক তথা শিক্ষিত সমাজের প্রতি আবেদন জানানো হয়। প্রবন্ধের বিষয়বস্তু ও অন্যান্য বিষয় নিয়ে আলােচনা করেন আমাদের কলেজের বাংলার অধ্যাপক জনাব গােলাম কবীর ও দর্শন বিভাগের প্রভাষক জনাব আলী আসগর। ছাত্র-ছাত্রীরাও প্রবন্ধের বিষয়বস্তুর উপর আলােকপাত করে বক্তব্য রাখে। তাদের অধিকাংশের বক্তব্যে কলেজ পাঠাগারে বইয়ের স্বল্পতার কথাটি ঘুরে ফিরে আসে। বইপড়ার অভ্যাস গঠনের পূর্বশর্ত হচ্ছে ভালাে বইয়ের সমারােহ। বিভিন্ন বিষয়ের ও রুচির পর্যাপ্ত বই থাকলে পাঠক সংখ্যা বাড়ানাে যায়। পাঠকচক্র গড়ে তুলে বিভিন্ন বই সম্পর্কে আলােচনা সমালােচনা আহ্বান করলে তা ছাত্রছাত্রীদের সাধারণ জ্ঞান বৃদ্ধিতে সহায়ক হবে, তাদের মেধা মননশীলতা পরিশীলিত হবে। আলােচনাচক্রের বক্তারা একটি উন্নত লাইব্রেরি গড়ে তােলার প্রয়ােজনীয়তার কথা ব্যক্ত করে প্রয়ােজনে লাইব্রেরি ফিস পঞ্চাশ টাকার স্থলে একশত টাকা বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছে। লাইব্রেরিতে বসে যাতে পড়া যায় তার জন্য লাইব্রেরি সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা রাখার জন্যও তারা আবেদন জানিয়েছে।
প্রতিবেদক,
মাে. আরিফ হােসেন