ইসলাম ও জীবনরমজান

যেসব কারণে রােজা ভাঙ্গে না এবং মাকরূহও হয় না

Daraz cupon Code
Rate this post

রমজানের রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি এবং এটি আত্ম-শুদ্ধি, আত্ম-উন্নতি, দয়া এবং ইবাদাতের জন্য একটি বিশেষ মাস। তাই রমযানের রোজার বিশেষ বরকত রয়েছে। তাই রোজা ভাঙ্গা ও মাকরুহ হওয়ার কারণগুলো আমাদের জানা উচিত। আজকের লিখায় আমরা জানব যেসব কারণে রােজা ভাঙ্গে না এবং মাকরূহও হয় না

 

যেসব কারণে রােযা ভাঙ্গে না এবং মাকরূহও হয় না
যেসব কারণে রােযা ভাঙ্গে না এবং মাকরূহও হয় না

প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নর-নারীর জন্য রমযানের রোযা রাখা ফরয। আমরা অনেকেই সঠিক জানিনা কি কি কারণে রোযা ভঙ্গ হয় এবং কি কি কারণে রোযা ভঙ্গ হয় না। সঠিক না জানার কারণে অনেকেই ভেবে থাকি হয়তো উমুক কাজটি করার ফলে আমার রোযা ভেঙ্গে গেছে। এবং পানাহার করে ফেলি। কিন্তু পরে জানা গেলো আসলে রোযা ভেঙ্গে যায়নি। আমাদের এমন ভুল হওয়ার মূল কারণটি হল অজ্ঞতা। 

যেসব কারণে রােযা ভাঙ্গে না এবং মাকরূহও হয় না

  • মেসওয়াক করা। যে কোন সময় হােক, কাঁচা হােক বা শুষ্ক ।
  • শরীর বা মাথা বা দাড়ি গোঁপে তেল লাগানাে।
  • চোখে সুরমা লাগানাে বা কোনাে ওষুধ দেয়া।
  • খুশবু লাগানাে বা তার ঘ্রাণ নেয়া।
  • ভুলে কিছু পান করা বা আহার করা বা স্ত্রী সম্ভোগ করা।
  • গরম বা পিপাসার কারণে গােসল করা বা বারবার কুলি করা।
  • অনিচ্ছাবশত গলার মধ্যে ধোয়া, ধুলাবালি বা মাছি ইত্যাদি প্রবেশ করা।
  • কানে পানি দেয়া বা অনিচ্ছাবশত চলে যাওয়ার কারণে রােযা ভঙ্গ হয় না, তবে ইচ্ছাকৃত দিলে সতর্কতা হল সে রােযা কাযা করে নেয়া।
  • অনিচ্ছাকৃতভাবে বমি হওয়া। ইচ্ছাকৃতভাবে অল্প বমি করলে মাকরূহ হয় না, তবে এরূপ করা ঠিক নয়।
  • স্বপ্ন দোষ হওয়া।
  • মুখে থুথু আসলে গিলে ফেলা।
  • যেকোনাে ধরনের ইনজেকশন বা টীকা লাগানাে। তবে রােযার কষ্ট যেন বােধ না হয়- এ উদ্দেশ্যে শক্তির ইনজেকশন বা স্যালাইন লাগানাে মাকরূহ।
  • রােযা অবস্থায় দাত উঠালে এবং রক্ত পেটে না গেলে ।
  • পাইরিয়া রােগের কারণে যে সামান্য রক্ত সব সময় বের হতে থাকে এবং গালার মধ্যে যায় তার কারণে।
  • সাপ ইত্যাদিতে দংশন করলে ।
  • পান খাওয়ার পর ভালভাবে কুলি করা সত্ত্বেও যদি থুথুতে লালভাব থেকে যায়।
  • শাহওয়াতের সাথে শুধু নজর করার কারণেই যদি বীর্যপাত ঘটে যায় তাহলে রােযা ফাসেদ হয় না।
  • রােযা অবস্থায় শরীর থেকে ইনজেকশনের সাহায্যে রক্ত বের করলে
  • রােযা ভাঙ্গে না এবং এতে রােযা রাখার শক্তি চলে যাওয়ার মত দুর্বল হয়ে পড়ার আশংকা থাকলে মাকরূহও হয় না।

সূত্রঃ আহকামে যিন্দেগী


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

সম্পর্কিত টপিক

মন্তব্য করুন

Back to top button