রাত্রে যদি সূর্যশােকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফিরে, শুধু ব্যর্থ হয় তারা।
বিষয়ঃ ভাবসম্প্রসারণ
শ্রেণিঃ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ SSC HSC JSC
মূলভাব
প্রবাদে আছে, সময় ও নদীর সােত কারাে জন্যে অপেক্ষা করে না। এটাই জীবনের নিয়ম। জীবন গতিশীল। গতিশীল জীবনে আজ যা বর্তমান কাল তা অতীত। শত চেষ্টাতেও অতীতকে কখনাে ফিরিয়ে আনা যায় না। তাই অতীতের জন্যে আক্ষেপ না করে বর্তমান যা হাতের মুঠোয়, তার মধ্যেই জীবনের সার্থকতা লাভের চেষ্টা করা উত্তম।
সম্প্রসারিত ভাব
জীবনে সুখ-দুঃখ আসে পালাক্রমে। গতজীবনের সুখের কথা ভেবে ভেবে বর্তমানের দুঃখ-কষ্টকে মেনে না নেয়া বােকামি ছাড়া আর কিছুই নয়। কেননা এই দুঃখ-কষ্ট এক সময় আবার অতীতে পরিণত হবে, বর্তমান হয়ে আসবে সােনালি ভবিষ্যৎ। তাই এই পরিবর্তনশীল-জীবনের প্রতিটি মুহূর্তকে উপভােগ ও আনন্দের উৎস হিসেবে বিবেচনা করলে জীবন কখনাে বেদনায় ভরে উঠবে না, ব্যর্থতায় পর্যবসিত হবে না। প্রকৃতির চিরায়ত নিয়মে প্রতিদিন সূর্য অস্ত যায়, ঘটে রাত্রির আগমন। অগণিত নক্ষত্র রাতের আকাশে অনির্বচনীয় রূপ ধারণ করে। আবার শুক্লপক্ষের রাত্রি জ্যোৎস্নায় আলাের বন্যায় অন্ধকার দূর করে জগৎকে স্নিগ্ধ আলােয় ভরে তােলে। এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু কেউ যদি রাতের রূপকে উপভােগ না করে, রাতের বেলায় অস্ত যাওয়া সূর্যের অভাব অনুভব করে তবে সে রাতের যে অনুপম সৌন্দর্য তা থেকেই বঞ্চিত হয়, হারানাে সূর্যকে কখনােই সে ফিরে পায় না।
তদ্রুপ, অতীতের সােনালি ও সুখময় দিনগুলাের কথা স্মরণ করে কেউ যদি কেবল বেদনায় ডুবে থাকে, তাহলে অতীত তাে ফিরে আসেই না, বরং বর্তমানের সব সুখ-দুঃখ থেকে সে বঞ্চিত হয়। তাই অতীতের সুখস্বপ্নে বিভাের না থেকে বর্তমানকে সহজভাবে মেনে নিয়ে তাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে হবে এবং উপভােগ করতে হবে। অতীতের অভিজ্ঞতার আলােকে বর্তমানকে নির্মাণ করে জীবনকে সমৃদ্ধ করে তােলা যায়। তাই, যা চলে গেছে, যা কিছু অতীত তাকে নিয়ে আফসােস না করে বর্তমানকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।
মন্তব্য
অতীতের জন্যে যারা হা-হুতাশ করে তাদের জীবন ব্যর্থতা ও হতাশায় আচ্ছন্ন হয়ে পড়ে। কেননা অতীত স্মৃতির রােমন্থনে বর্তমান ও ভবিষ্যতের সম্ভাব্য সুযােগ থেকে সে বঞ্চিত হয়।