জাতীয়শিক্ষা সংবাদ

জানুয়ারির শুরুতেই বই পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

Daraz cupon Code

আগামী ২০২৫ সালের জানুয়ারি মাসের ১ তারিখই পাঠ্যপুস্তক (বই) পাবে শিক্ষার্থীরা। এ লক্ষ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির জন্য ২০টি প্যাকেজে ৯৮টি লটের মধ্যে ৭০টি লটের পাঠ্যপুস্তক মুদ্রণ (কাগজসহ), বাঁধাই ও সরবরাহের জন্য ১৪৭ কোটি ৯৭ লাখ ৫৯ হাজার ৫৩৭ টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, প্রাথমিকের বই ছাপানোর ব্যাপারে অনুমোদন দিয়েছি। যথাসময়ে যাতে ছাত্র-ছাত্রীরা বই পায়, সেটা আমরা নিশ্চিত করবো।

‘সর্বোচ্চ মানের বিষয়ে বলা হয়েছে। আমরা বলেছি আমাদে কর্ণফুলী পেপার মিলের মানটা ভালো। অন্যরাও আছে। তবে এর নিচে যেন না যায়, সেটা মনিটর করা হবে।’

[button color=”red” size=”medium” link=”https://www.jagonews24.com/economy/news/970543″ icon=”fa-arrow-right” target=”true” center=”true” nofollow=”false” sponsored=”false”]সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন[/button]

সম্পর্কিত টপিক

Back to top button