অনলাইন নিউজ ডেস্ক
করোনাভাইরাস এর প্রাদুর্ভাব বাড়ার কারণে বারবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পিছিয়েছে সরকার। কেন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে না এর প্রশ্নের জবাবে সরকার বলেছে শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে না। তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সকল প্রস্তুতি সরকারের রয়েছে। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মেডিকেলের শ্রেণি পাঠদান শুরু হতে যাচ্ছে।
এদিকে ২১ তারিখ মেডিকেল কলেজের ক্লাস শুরু করার পরামর্শ দিয়েছিল জাতীয় কারিগরি পরামর্শক কমিটি কিন্তু শেষ পর্যন্ত পরামর্শটি বাস্তবায়ন হচ্ছে না। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের একটি সূত্রে বলা হয়েছে আগস্টে নয় বরং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মেডিকেল কলেজ খোলার সম্ভাবনা রয়েছে।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।