২০২১ সালের P4G শীর্ষ সম্মেলন দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত হয়। সম্মেলনটি ৩০-৩১ মে, ২০২১ ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত হয়েছিল। এবারের P4G শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিলঃ কার্বন নিরেপেক্ষতার দিকে অন্তর্ভুক্তিমূলক সবুজ পুরুদ্ধার।
P4G বলতে বুঝায় – পাটনারিং ফর গ্রিন গ্রোথ অ্যান্ড দ্য গ্লোবাল গোলস। এটি লক্ষ্য পূরণের লক্ষ্যমাত্রা ২০৩০ সাল। সম্মেলনে লিডার সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন – সবুজ ভবিষ্যৎ গড়তে নিবিরভাবে কাজ করা উচিত।
মন্তব্য করুন