অপরকে নতুন কাপড় পরিধান করতে দেখলে তার জন্য দো‘আ
অপরকে নতুন কাপড় পরিধান করতে দেখলে এই দোয়া পড়তে হয়ঃ
تُبْلِي وَيُخْلِفُ اللَّهُ تَعَالَى
অর্থঃ তুমি পুরাতন করে ফেলবে, আর মহান আল্লাহ এর স্থলাভিষিক্ত করবেন (১)
উচ্চারণঃ তুবলী ওয়া ইয়ুখলিফুল্লা-হু তা‘আলা
اِلْبَسْ جَدِيداً وَعِشْ حَمِيداً وَمُتْ شَهِيداً
অর্থঃ নতুন কাপড় পরিধান কর, প্রশংসিতরূপে দিনাতিপাত কর এবং শহীদ হয়ে মারা যাও। (২)
উচ্চারণঃ ইলবাস জাদীদান, ওয়া ‘ইশ হামীদান, ওয়া মুত শাহীদান
(১) সুনান আবি দাউদ ৪/৪১, হাদীস নং ৪০২০; দেখুন, সহীহ আবি দাউদ ২/৭৬০।
(২) সুনান ইবন মাজাহ ২/১১৭৮, নং ৩৫৫৮; বাগাওয়ী, ১২/৪১। দেখুন, সহীহ ইবন মাজাহ ২/২৭৫।