![]() |
ফাইল ছবি |
অনলাইন ডেস্ক – ৩০ আগস্ট, ২০২১
এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ নির্ধারণ না হলেও কতদিন পরীক্ষা হবে তা চূড়ান্ত করেছে আন্তবোর্ড। জানা গেছে এসএসসি’র তিন বিষয়ে পরীক্ষা হবে ৬ দিনে এবং এইচএসসি ৬ পত্রের পরীক্ষা ১২ দিনে। অর্থাৎ মোট ১৮ দিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হবে।
আরও জানা গেছে পরীক্ষার আসন বিন্যাস হতে পারে জেড আকারে অথবা বেঞ্ছ এর দৈর্ঘ্য বুঝে একজন কিংবা এক আসন খালি করে। পরীক্ষার প্রশ্ন আগের নিয়মে হলেও ৫০ নম্বরে এবারে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি অপশন নিয়ে উত্তর দিতে পারবে বলে জানিয়েছে আন্তবোর্ড।
মানবন্টন যেভাবে হবেঃ
বাণিজ্য ও মানবিক শাখার মানবন্টন হবে একই নিয়মে। ১১ টি প্রশ্ন থেকে এখন আর ৭ টির উত্তর দিতে হবে না শুধুমাত্র ৩ টি প্রশ্নের উত্তর শিক্ষার্থীদের দিতে হবে। নৈব্যক্তিক ৩০ এর বদলে ১৫ টির উত্তর করতে হবে।
বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের লিখিত ২টি, নৈব্যক্তিক ১২ টি, ৫ নম্বরের ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ৩৭ নম্বরের হলেও তা ১০০ নম্বরে রূপান্তর করা হবে। পরীক্ষা হবে দুইবেলা।
আন্তবোর্ড জানায়, নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা রয়েছে।