অনুচ্ছেদ

জাতীয় পতাকা (অনুচ্ছেদ )

Daraz cupon Code
4.7/5 - (102 votes)

জাতীয় পতাকা

জাতীয় পতাকা

আমাদের জাতীয় পতাকা জাতীয় মুক্তির চেতনার সাথে মিশে আছে। এটি আমাদের এক পরম গৌরবের প্রতীক। জাতীয় পতাকা হচ্ছে কোনো জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। পৃথিবীর প্রত্যেক জাতিরই একটি জাতীয় পতাকা আছে। বাংলাদেশেরও একটি জাতীয় পতাকা রয়েছে। আমাদের জাতীয় পতাকা হচ্ছে আয়তাকার সবুজ ভূমির ওপর মাঝখানে লাল গোলাকার বৃত্ত আমাদের পতাকার রং বিন্যাস। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে পতাকার দৈর্ঘ্যের এক – পঞ্চমাংশ। সবুজ বর্ণ যৌবনের উচ্ছলতা ও উদ্দীপনা এবং সেই সঙ্গে বাংলাদেশের সবুজ ভূমি ও নাতিশীতোষ্ণ অঞ্চলের বনাঞ্চলের প্রতীক। লাল রঙের ভরাট বৃত্তটি দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে ছিনিয়ে আসা স্বাধীনতায় নতুন জাতির নতুন আশা ও আকাঙ্ক্ষার সঙ্গে উদীয়মান সূর্যকে নির্দেশ করে। এর দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হচ্ছে ১০ঃ৬। তবে বিভিন্ন ক্ষেত্রে পতাকার এই অনুপাতের বেশ পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন– সরকারি ও বেসরকারি ভবনের জন্য তিন ধরনের মাপের পতাকা এবং মোটর গাড়িতে দুধরনের মাপের পতাকা ব্যবহারের অনুমোদন আছে। সরকারি ও বেসরকারি ভবনের জন্য জাতীয় পতাকার তিনটি পরিমাপ হলো– ১. দৈর্ঘ্য আড়াই ফুট এবং প্রস্থ দেড় ফুট। লাল বৃত্তের ব্যাসার্ধ হবে ৬ ইঞ্চি। ২. দৈর্ঘ্য ৫ ফুট এবং প্রস্থ ৩ ফুট, লাল বৃত্তের ব্যাসার্ধ হবে ১ ফুট। ৩. দৈর্ঘ্য ১০ ফুট এবং প্রস্থ ৬ ফুট,  লাল বৃত্তের ব্যাসার্ধ হবে ২ ফুট। মোটরগাড়িতে ব্যবহারের জন্য জাতীয় পতাকার দু ধরনের মাপ হলোঃ ১. দৈর্ঘ্য ১০ ইঞ্চি এবং প্রস্থ ৬ ইঞ্চি,  লাল বৃত্তের ব্যাসার্ধ ২ ইঞ্চি। ২. দৈর্ঘ্য ১৫ ইঞ্চি এবং প্রস্থ ৯ ইঞ্চি, লাল বৃত্তের ব্যাসার্ধ হবে ৩ ইঞ্চি। প্রতিদিন সরকারি গুরুত্বপূর্ণ ভবন ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্বাধীনতা দিবস ও বিজয় দিবসের সর্বত্র পতাকা উত্তোলন করা হয়। শহিদ দিবসের মতো শোক দিবসগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। দেশের বৃহত্তর স্বার্থে জীবন উৎসর্গ করার জন্য আমাদের পতাকা আমাদের প্রেরণা জোগায়। কাজেই যেকোনো মূল্যে আমরা এর মর্যাদা ও সম্মান রক্ষা করব।


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

সম্পর্কিত টপিক

১ টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button