ছবি সূত্রঃ iStockPhoto |
আমি আমার স্কুলজীবনের প্রথম দিনটি খুব ভালােভাবে স্মরণ করতে পারি। আমি তখন ছয় বছরের বালক। আমার বাবা-মা আমাকে মতিঝিল আইডিয়াল স্কুলে ভর্তির সিদ্ধান্ত নিয়েছিলেন। ঢাকা শহরে এটি একটি স্বনামধন্য স্কুল। স্কুলে ভর্তি হয়ে পড়াশােনা করব তাই আমি খুব উত্তেজনা অনুভব করছিলাম। একটি সুন্দর সকালে আমার মা আমাকে স্কুলের জন্য প্রস্তুত করলেন। তিনি আমাকে আমার সবচেয়ে ভালাে জামাটি পরিয়েছিলেন। স্কুলের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পূর্বে আমি নতুন স্থান ও নতুন মানুষগুলাের কথা ভেবে একটু ঘাবড়ে গিয়েছিলাম। স্কুলটি আমাদের বাসা থেকে ছিল সামান্য দূরে। আমি আমার বাবার হাত ধরে হেঁটেছিলাম। কয়েক মিনিটের মধ্যে আমরা স্কুলে পৌছেছিলাম। আমার বাবা আমাকে প্রধান শিক্ষক মহােদয়ের সাথে পরিচয় করিয়ে দিলেন। তিনি আমাকে কিছু প্রশ্ন করেছিলেন এবং আমার উত্তর শুনে খুব খুশি হন। আমার ভর্তি সম্পন্ন হলাে। একজন শিক্ষক আমাকে শ্রেণিকক্ষে নিয়ে গেলেন এবং আমার সহপাঠীদের সাথে পরিচয় করিয়ে দিলেন। এতগুলাে নতুন মুখ দেখে আমি কিছুটা হতচকিত হয়ে পড়েছিলাম। তবে শ্রেণিকক্ষের সবাই-ই খুব বন্ধুভাবাপন্ন ছিল। ফলে দ্রুতই আমার ভয় কেটে যায়। প্রথম দিনেই কয়েকজন সহপাঠীর সাথে আমার বন্ধু হয়ে যায়, যা আজও অটুট রয়েছে। স্কুলের গেটে বাবা আমার জন্য অপেক্ষা করছিলেন। ছুটির ঘণ্টা বাজতেই আমি খুশিমনে বের হয়ে তার কাছে এলাম। বাড়ি ফিরলে মা আমাকে বুকে জড়িয়ে ধরেন। স্কুলের এ দিনটি আমার জীবনে অবিস্মরণীয় হয়ে রয়েছে।