
প্রিয় ৬ ৭ ৮ ৯ শ্রেণির শিক্ষার্থীর আজ মা / আমার প্রিয় মানুষ অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব।
বাংলা ২ য় পত্রের অনুচ্ছেদ খুবই গুরুত্বপূর্ণ, তাই দেই দিক বিবেচনা করে মা / আমার প্রিয় মানুষ অনুচ্ছেদটি তোমাদের জন্য বিভিন্ন বই থেকে সংগ্রহ করে লিখা হয়েছে।
মা / আমার প্রিয় মানুষ
মা আমাদের সবচেয়ে প্রিয়জন। আমার মায়ের নাম জরিনা বেগম। তিনি একজন গৃহিণী। তাঁর স্নেহের বন্ধনে আমাদে পরিবারের সবাই বন্দি। তার অসাধারণ ব্যক্তিত্ব, জীবন ও জগৎ সম্পর্কে বাস্তবতার মেধাবী পর্যবেক্ষণ আমাকে মুগ্ধ করে। মা হয়েও কী করে এতাে শক্তি-সাহস বুকের ভিতর পুষে রেখেছেন তা আমাকে ভাবিয়ে তােলে। আমার ‘মা’ সত্য ও সুন্দরে পূজারি।
জীবনে কোনাে অন্যায়ের কাছে তিনি মাথা নত করেন নি। শত প্রতিকূলতার মাঝেও তিনি শক্ত হাতে সংসারের হাল ধরে রেখেছেন। এমন কর্তব্যনিষ্ঠ ও নিরহংকারী মানুষ আমি আর দেখিনি। আমার মা সকল মানুষকে ভালােবাসেন, বিপদে সহায়তা করেন, দুঃসময়ে পাশে দাঁড়ান। একজন আদর্শ মায়ের সকল গুণাগুণ আমার মায়ের চরিত্রে রয়েছে। আমার প্রতি মায়ের ভালােবাসা অকৃত্রিম। আমার মা তেমন শিক্ষিত না হলেও তার মাঝে রয়েছে বিচক্ষণতা। তাঁর বাচনভঙ্গি ও নির্মলতা অকৃত্রিম। আমার মা-ই আমার জ্ঞানের ভিত্তি। তিনি আমার জ্ঞানের প্রতি আগ্রহ জাগিয়েছেন। আমার জীবনের সফলতার পিছনে আমার মায়ের অবদান অবর্ণনীয়। প্রিয় মানুষ ‘মা’-এর আদর্শ আমার হৃদয়ে চির বিরাজমান।
Thank you so much