ছবিঃ মিরপুর কলেজ, ঢাকা |
মিরপুর কলেজের অধ্যক্ষ মো. গোলাম ওয়াদুদকে কলেজের ২৫ কোটি টাকা আত্মসাতের ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। এক তথ্যসূত্রে জানা জানা গেছে অধ্যক্ষ মো. গোলাম ওয়াদুদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গভর্নিং বডির সভায় অধ্যক্ষ গোলাম ওয়াদুদ এর বিরুদ্ধে বরখাস্তের ও ফৌজদারি আইনে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়েছে এ এইচ এম মাহাবুবুর রহমানকে।
মিরপুর কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিললে ১৭ আগস্ট আঞ্চলিক উপ-পরিচালককে তার এমপিও বাতিলের জন্য নির্দেশ জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর । এছাড়া কলেজ গভর্নিং বডির সভাপতিকে ফৌজদারি আইনে মামলা করার নির্দেশনাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
মাউশি’র সূত্রে জানা গেছে অধ্যক্ষ মো. গোলাম ওয়াদুদের বিরুদ্ধে অর্থ আত্মসাত ছাড়াও বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। সেই সঙ্গে তার নামে পাওয়া গেছে তিনটি ফ্ল্যাটের সন্ধান।