বিসিএস প্রস্তূতিসাধারণ জ্ঞান

বাংলা সাধারণ জ্ঞান MCQ পর্ব ১১ || GK in Bengali || General Knowledge

Rate this post
বাংলা সাধারণ জ্ঞান MCQ পর্ব ১১
বাংলা সাধারণ জ্ঞান MCQ পর্ব ১১

প্রিয় সুহৃদ, তোমরা যারা নিজেদেরকে বিভিন্ন সরকারী পরীক্ষার জন্য প্রস্তুত করছ, তারা নিশ্চয়ই জেনে থাকবে সাধারণ জ্ঞান গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই তোমাদের প্রস্তুতিকে আরও একটু সহজ করতে আজকে বাংলা সাধারণ জ্ঞান MCQ পর্ব ১১ নিয়ে হাজির হয়েছে।

বাংলা সাধারণ জ্ঞান MCQ পর্ব ১১

বাংলাদেশে সংঘটিত বন্যার রেকর্ড অনুযায়ী (১৯৭১-২০০৭) কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়?
(ক) ১৯৭৪
(খ) ১৯৮৮
(গ ) ১৯৯৮
(ঘ ) ২০০৭
উত্তরঃ (গ) ১৯৯৮
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত ?
(ক) নয়াদিল্লি
(খ) কলম্বো
(গ ) ঢাকা
(ঘ ) কাঠমাণ্ডু
উত্তরঃ (ক) নয়াদিল্লি
বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশি কর্মসংস্থান হয়?
(ক) নির্মাণ খাত
(খ) কৃষি খাত
(গ ) সেবা খাত
(ঘ ) শিল্প কারখানা খাত
উত্তরঃ (খ) কৃষি খাত
বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরণের বন্যা কবলিত হয় তার নাম-
(ক) নদীজ বন্যা
(খ) আকস্মিক বন্যা
(গ ) বৃষ্টিজনিত বন্যা
(ঘ ) জলোচ্ছ্বাসজনিত বন্যা
উত্তরঃ (ঘ) জলোচ্ছ্বাসজনিত বন্যা
নীচের কোনটি মানবসৃষ্ট আপদ (hazard) নয়?
(ক) বায়ু দূষণ
(খ) দুর্ভিক্ষ
(গ ) মহামারি
(ঘ ) কালবৈশাখী
উত্তরঃ (ঘ) কালবৈশাখী
বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কি ধরণের বনভূমি ?
(ক) ক্রান্তীয় চিরহরিৎ , আধা – চিরহরিৎ জাতীয়
(খ)  ক্রান্তীয় আর্দ্র পত্র পতনশীল জাথীয়
(গ ) পত্র পতনশীল জাতীয়
(ঘ ) ম্যানগ্রোভ জাতীয়
উত্তরঃ (ক) ক্রান্তীয় চিরহরিৎ , আধা – চিরহরিৎ জাতীয়
২০১৮ সালে বাংলাদেশের Per Capita GDP (nominal) কত?
(ক) $ ১,৭৫০ মার্কিন ডলার
(খ) $ ১,৭৫১ মার্কিন ডলার
(গ ) $ ১,৭৫২ মার্কিন ডলার
(ঘ ) $ ১,৭৫৩ মার্কিন ডলার
উত্তরঃ (খ) $ ১,৭৫১ মার্কিন ডলার
আইন ও সালিশ কেন্দ্র কি ধরণের সংস্থা?
(ক) অর্থনৈতিক
(খ) মানবাধিকার
(গ ) ধর্মীয়
(ঘ ) খেলাধুলা
উত্তরঃ (খ) মানবাধিকার
Almond ও Powel চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছেন-
(ক) ৩ ভাগে
(খ) ৪ ভাগে
(গ ) ৫ ভাগে
(ঘ ) ৬ ভাগে
উত্তরঃ (ক) ৩ ভাগে
বাংলাদেশ জাতিসংঘের –
(ক) ১৪৬ তম সদস্য
(খ) ১৩৬ তম সদস্য
(গ ) ১২৬ তম সদস্য
(ঘ ) ১১৬ তম সদস্য
উত্তরঃ (খ) ১৩৬ তম সদস্য
বাংলাদেশ প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয় –
(ক) ৭ ফেব্রুয়ারি , ১৯৭৩
(খ) ৭ জানুয়ারি, ১৯৭৩
(গ ) ৭ মার্চ, ১৯৭৩
(ঘ ) ৭ এপ্রিল , ১৯৭৩
উত্তরঃ (গ) ৭ মার্চ, ১৯৭৩
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে “ভেটো” প্রদান করেছিল?
(ক) যুক্তরাজ্য
(খ) ফ্রান্স
(গ ) যুক্তরাষ্ট্র
(ঘ ) সোভিয়েত ইউনিয়ন
উত্তরঃ (ঘ) সোভিয়েত ইউনিয়ন
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভু্ক্ত করা হয়েছে?
(ক) চতুর্থ তফসিলে
(খ) পঞ্চম তফসিলে
(গ ) ষষ্ঠ তফসিলে
(ঘ ) সপ্তম তফসিলে
উত্তরঃ (খ) পঞ্চম তফসিলে
“বঙ্গবঙ্গ” কালে ভারতের ভাইসরয় কে ছিলেন?
(ক) লর্ড কার্জন
(খ) লর্ড ওয়াভেল
(গ ) লর্ড মাউন্ট ব্যাটেন
(ঘ ) লর্ড লিনলিথগো
উত্তরঃ (ক) লর্ড কার্জন
বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত ?
(ক) সিলেটের বনভূমি
(খ) পার্বত্য চট্রগ্রামের বনভূমি
(গ ) ভাওয়াল ও মধুপুরের বনভূমি
(ঘ ) খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি
উত্তরঃ (গ) ভাওয়াল ও মধুপুরের বনভূমি
বাংলাদেশ প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়?
(ক) ১৯৭২ সালে
(খ) ১৯৭৩ সালে
(গ ) ১৯৭৪ সালে
(ঘ ) ১৯৭৫ সালে
উত্তরঃ (গ) ১৯৭৪ সালে
Inclusive Development Index ( IDI) – এর ভিত্তিতে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত?
(ক) প্রথম স্থান
(খ) দ্বিতীয় স্থান
(গ ) তৃতীয় স্থান
(ঘ ) চতুর্থ স্থান
উত্তরঃ (খ) দ্বিতীয় স্থান
২০১৮ সালে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত?
(ক) $ ৪০ বিলিয়ন মার্কিন ডলার
(খ) $ ৪১ বিলিয়ন মার্কিন ডলার
(গ ) $ ৪২ বিলিয়ন মার্কিন ডলার
(ঘ ) $ ৪৩ মার্কিন ডলার
উত্তরঃ (খ) $ ৪১ বিলিয়ন মার্কিন ডলার
Alliance যে দেশে ভিত্তিক গার্মেন্টস ব্রান্ডগুলোর সংগঠন-
(ক) যুক্তরাজ্যের
(খ) যুক্তরাষ্ট্রের
(গ ) কানাডার
(ঘ ) ইউরোপিয়ান ইউনিয়নের
উত্তরঃ (খ) যুক্তরাষ্ট্রের
২০১৮ সালে বাংলাদেশের GDP – তে শিল্প খাতের অবদান কত?
(ক) ২৯.৬৬%
(খ) ৩০.৬৬%
(গ ) ৩২.৬৬%
(ঘ ) ৩৩. ৬৬%
উত্তরঃ (ঘ) ৩৩. ৬৬%
২০১৮-১৯ অর্থ বছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে-
(ক) সাড়ে ৪ হাজার কোটি টাকা
(খ) সাড়ে ৫ হাজার কোটি টাকা
(গ ) সাড়ে ৩ হাজার কোটি টাকা
(ঘ ) সাড়ে ৬ হাজার কোটি টাকা
উত্তরঃ (ক) সাড়ে ৪ হাজার কোটি টাকা
বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT) চালু হয়-
(ক) ১৯৯১ সালে
(খ) ১৯৭৩ সালে
(গ ) ১৯৮৬ সালে
(ঘ ) ১৯৯৬ সালে
উত্তরঃ (ক) ১৯৯১ সালে
সংবিধানের কোন সংশোধনকে ‘first distortion of constitution ‘ বলে আখ্যায়িত করা হয়?
(ক) ৫ম সংশোধনকে
(খ) ৪ র্থ সংশোধনকে
(গ ) ৩ য় সংশোধনকে
(ঘ ) ২ য় সংশোধনকে
উত্তরঃ (ক) ৫ম সংশোধনকে
স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে?
(ক) চতুর্থ
(খ) পঞ্চম
(গ ) ষষ্ঠ
(ঘ ) সপ্তম
উত্তরঃ (ঘ) সপ্তম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়-
(ক) ১৭ এপ্রিল , ১৯৭১
(খ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
(গ ) ৭ মার্চ , ১৯৭২
(ঘ ) ২৬ মার্চ, ১৯৭৩
উত্তরঃ (খ) ১৬ ডিসেম্বর, ১৯৭২
সংবিধানের কোন অনুচ্ছেদে “সরকারি কর্ম কমিশন” (PSC ) গঠনের উল্লেখ আছে?
(ক) ১৩৭ নং অনুচ্ছেদে
(খ) ১৩৫ নং অনুচ্ছেদে
(গ ) ১৩৮ নং অনুচ্ছেদে
(ঘ ) ১৩৪ নং অনুচ্ছেদে
উত্তরঃ (ক) ১৩৭ নং অনুচ্ছেদে
আওয়ামী লীগের ৬-দফা পেশ করা হয়েছিলো –
(ক) ১৯৬৬ সালে
(খ) ১৯৬৭ সালে
(গ ) ১৯৬৮ সালে
(ঘ ) ১৯৬৯ সালে
উত্তরঃ (ক) ১৯৬৬ সালে
বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামী সংখ্যা ছিল –
(ক) ৩৪ জন
(খ) ৩৫ জন
(গ ) ৩৬ জন
(ঘ ) ৩২ জন
উত্তরঃ (খ) ৩৫ জন
তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়-
(ক) ১৩ হাজার ১২৫ টি
(খ) ১৩ হাজার ১৩০ টি
(গ ) ১৩ হাজার ১৩৬ টি
(ঘ ) ১৩ হাজার ‌১৪৬ টি
উত্তরঃ (গ) ১৩ হাজার ১৩৬ টি
“Let There Be light ”  বিখ্যাত ছবিটি পরিচালনা করেন কে?
(ক) আমজাদ হোসেন
(খ) জহির রায়হান
(গ ) খান আতাউর রহমান
(ঘ ) শেখ নিয়ামত আলী
উত্তরঃ (খ) জহির রায়হান
আলাউদ্দিন হুসেন শাহ্ কখন বৃহত্তর বাংলা শাসন করেন?
(ক) ১৪৯৮ – ১৫১৬ খ্রিস্টাব্দে
(খ) ১৪৯৮ -১৫১৭ খ্রিস্টাব্দে
(গ ) ১৪৯৮ – ১৫১৮ খ্রিস্টাব্দে
(ঘ ) ১৪৯৮ -১৫১৯ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ঘ) ১৪৯৮ -১৫১৯ খ্রিস্টাব্দে
প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে ?
(ক) অশোক মৌর্য
(খ) চন্দ্রগুপ্ত মৌর্য
(গ ) সমুদ্রগুপ্ত
(ঘ ) এর কোনোটিই নয়
উত্তরঃ (খ) চন্দ্রগুপ্ত মৌর্য
ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসছিলেন –
(ক) পর্তুগীজরা
(খ) ইংরেজরা
(গ ) ওলন্দাজরা
(ঘ ) ফরাসিরা
উত্তরঃ (ক) পর্তুগীজরা
বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়?
(ক) ফরিদপুর
(খ) শেরপুর
(গ ) রংপুর
(ঘ ) জামালপুর
উত্তরঃ (ক) ফরিদপুর
বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ-
(ক) ২ কোটি ৪০ লক্ষ একর
(খ) ৮৫.৭৭ লক্ষ হেক্টর
(গ ) ২ কোটি ২৫ লক্ষ একর
(ঘ ) ২ কোটি ২১ লক্ষ একর
উত্তরঃ (খ) ৮৫.৭৭ লক্ষ হেক্টর
“গারো উপজাতি” কোন জেলায় বাস করে ?
(ক) পার্বত্য চট্রগ্রাম
(খ) সিলেট
(গ ) ময়মনসিংহ
(ঘ ) টাঙ্গাইল
উত্তরঃ (গ) ময়মনসিংহ
বাংলাদেশে নব-নৈতিকতা’র প্রবর্তক হলেন-
(ক) মোহাম্মদ বরকতুল্লাহ
(খ) জি.সি দেব
(গ ) আবদুল মতীন
(ঘ ) আরজ আলী মাতুব্বর
উত্তরঃ (ঘ) আরজ আলী মাতুব্বর
“আমরা যে সমাজেই বসবাস করি না কেন, আমরা সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি।” এটি –
(ক) আইনের শাসন
(খ) নৈতিক অনুশাসন
(গ ) আইনের অধ্যাদেশ
(ঘ ) রাজনৈতিক ও সামাজিক অনুশাসন
উত্তরঃ (খ) নৈতিক অনুশাসন
সভ্য সমাজের মানদণ্ড হলো –
(ক) গণতন্ত্র
(খ) বিচার ব্যবস্থা
(গ ) সংবিধান
(ঘ ) আইনের শাসন
উত্তরঃ (ঘ) আইনের শাসন
“বিপরীত বৈষম্য” এর নীতিটি প্রয়োগ করা হয়-
(ক) নারীদের ক্ষেত্রে
(খ) সংখ্যালঘুদের ক্ষেত্রে
(গ ) প্রতিবন্ধীদের ক্ষেত্রে
(ঘ ) পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে
উত্তরঃ (ঘ) পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে
মূল্যবোধের চালিকা শক্তি হলো-
(ক) উন্নয়ন
(খ) গণতন্ত্র
(গ ) সংস্কৃতি
(ঘ ) সুশাসন
উত্তরঃ (গ) সংস্কৃতি
অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে-
(ক) দুর্নীতি দূর হয়
(খ) বিনিয়োগ বৃদ্ধি পায়
(গ ) আইনের শাসন প্রতিষ্ঠিত হয়
(ঘ ) কোনোটিই নয়
উত্তরঃ (খ) বিনিয়োগ বৃদ্ধি পায়
মূল্যবোধ হলো –
(ক) মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ
(খ) মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
(গ ) সমাজজীবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় উপাদান
(ঘ ) মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাবলীর দিক নির্দেশনা
উত্তরঃ (খ) মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
জাতিসংঘের অভিমত অনুসারে, সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো –
(ক) দারিদ্র বিমোচন
(খ) মৌলিক অধিকার রক্ষা
(গ ) মৌলিক স্বাধীনতার উন্নয়ন
(ঘ ) নারীদের উন্নয়ন ও সুরক্ষা
উত্তরঃ (গ) মৌলিক স্বাধীনতার উন্নয়ন
সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো –
(ক) সরকার পরিচালনায় সাহায্য করা
(খ) নিজের অধিকার ভোগ করা
(গ ) সৎভাবে ব্যবসা-বাণিজ্য করা
(ঘ ) নিয়মিত কর প্রদান করা
উত্তরঃ (ঘ) নিয়মিত কর প্রদান করা
জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে?
(ক) ১৯৪৮
(খ) ১৯৫৬
(গ ) ১৯৪৫
(ঘ ) ২০০০
উত্তরঃ (ক) ১৯৪৮
OIC – এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
(ক) ২ য় শীর্ষ সম্মেলনে
(খ) ৫ ম শীর্ষ সম্মেলনে
(গ ) ৪ র্থ শীর্ষ সম্মেলনে
(ঘ ) ৭ম শীর্ষ সম্মেলনে
উত্তরঃ (ক) ২ য় শীর্ষ সম্মেলনে
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি (ফেব্রুয়ারি, ২০১৯ ) সামরিক বিমান হামলা পরিচালনা করে?
(ক) এবোটাবাদে
(খ) কোয়েটায়
(গ ) বালাকোটে
(ঘ ) গিলগিটে
উত্তরঃ (গ) বালাকোটে
নিচের কোন দেশে ২০২২ সালে G-20 বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হবে?
(ক) ইতালী
(খ) যুক্তরাষ্ট্র
(গ ) ভারত
(ঘ ) ব্রাজিল
উত্তরঃ (গ) ভারত
“দ্যা আইডিয়া অব জাস্টিস” গ্রন্থের রচয়িতা কে?
(ক) মার্থা ন্যুসবাম
(খ) জোসেফ স্টিগলিটজ
(গ ) অমর্ত্য সেন
(ঘ ) জন রাউলস
উত্তরঃ (গ) অমর্ত্য সেন
শ্রীলংকার কোন সমুদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লীজ দেয়া হয়েছে?
(ক) ত্রিঙ্কোমালী
(খ) হাম্বানটোটা
(গ ) গল বন্দর
(ঘ ) পোর্ট অব কলম্বো
উত্তরঃ (খ) হাম্বানটোটা
যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত?
(ক) ফ্লোরিডা
(খ) হাইতি
(গ ) কিউবা
(ঘ ) জ্যামাইকা
উত্তরঃ (গ) কিউবা
টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা (The 2030 Agenda for Sustainable Development) -তে কয়টি লক্ষ্য ( goals) রয়েছে ?
(ক) ১৫
(খ) ১৭
(গ ) ২১
(ঘ ) ২৭
উত্তরঃ (খ) ১৭
“V-20” গ্রুপ কিসের সাথে সম্পর্কিত?
(ক) কৃষি উন্নয়ন
(খ) দারিদ্র বিমোচন
(গ ) জলবায়ু পরিবর্তন
(ঘ ) বিনিয়োগ সম্পর্কিত
উত্তরঃ (গ) জলবায়ু পরিবর্তন
জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
(ক) ১৯৭৯ সালে
(খ) ১৯৮২ সালে
(গ ) ১৯৮৩ সালে
(ঘ ) ১৯৯৮ সালে
উত্তরঃ (খ) ১৯৮২ সালে
বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন (ডিসেম্বর, ২০১৮ ) কোথায় অনুষ্ঠিত হয়?
(ক) কাটোউইস, পোল্যান্ড
(খ) প্যারিস, ফ্রান্স
(গ ) রোম, ইতালি
(ঘ ) বেইজিং ,চীন
উত্তরঃ (ক) কাটোউইস, পোল্যান্ড
Sunshine Policy- এর সাথে কোন দুটি দেশ জড়িত ?
(ক) চীন, রাশিয়া
(খ) উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া
(গ ) জাপান, থাইল্যান্ড
(ঘ ) তাইওয়ান, হংকং
উত্তরঃ (খ) উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া
BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে-
(ক) New Development Bank ( NDB)
(খ) BRICS Development Bank (BDB)
(গ ) Economic Development Bank (EDB)
(ঘ ) International Commercial Bank (ICB)
উত্তরঃ (ক) New Development Bank ( NDB)
চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?
(ক) ইথিওপিয়া
(খ) জাম্বিয়া
(গ ) লাইবেরিয়া
(ঘ ) জীবুতি
উত্তরঃ (ঘ) জীবুতি
নীচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত ?
(ক) BIMSTEC
(খ) CICA
(গ ) IORA
(ঘ ) SAARC
উত্তরঃ (ক) BIMSTEC
নীচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই?
(ক) NATO
(খ) NAM
(গ ) EU
(ঘ ) ASEAN
উত্তরঃ (খ) NAM
জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি৫ (P5) বলতে কি বুঝায়?
(ক) নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র
(খ) পাঁচটি পরমাণু শক্তিধর রাষ্ট্র
(গ ) পাঁচটি জাতিসংঘ সংস্থা
(ঘ ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র
মিনস্ক নিচের কোন দেশের রাজধানী?
(ক) তাজাকিস্তান
(খ) আজারবাইজান
(গ ) পর্তুগাল
(ঘ ) বেলারুশ
উত্তরঃ (ঘ) বেলারুশ

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button