রঙের মানুষ…..
আরে ও রঙের মানুষ
রঙ ফুরাইলে হইবিরে বেহুঁশ।
রঙের মানুষ…..
রঙ ফুরাইলে হইবিরে বেহুঁশ।
হায়রে রঙ ফুরাইলে, রঙ ফুরাইলে হইবিরে বেহুঁশ।
রঙের মানুষ…..
রঙ ফুরাইলে হইবিরে বেহুঁশ।
হায়রে রঙ ফুরাইলে, রঙ ফুরাইলে হইবিরে বেহুঁশ।
রঙ বেরঙের এই দুনিয়া
কত রঙের খেলা
ঘুরি ফিরি কইরা কত
কাটাইতাম বেলা।
দুই দিনের এই রঙের খেলা…..
দুই দিনের এই রঙের খেলা…..
একদিন হইয়া যাইবো দূর
রঙের মানুষ…..
রঙ ফুরাইলে হইবিরে বেহুঁশ।
হায়রে রঙ ফুরাইলে, রঙ ফুরাইলে হইবিরে বেহুঁশ।
যত খুশি মিলাবো রঙ
মনে যত ধরে….
রঙের ভান্ডার হইবো খালি
দুই দিন আগে পরে।
থাকিতে রঙ, রঙের কদর…..
না করলে হইবি ফতুর
রঙের মানুষ…..
রঙ ফুরাইলে হইবিরে বেহুঁশ।
হায়রে রঙ ফুরাইলে, রঙ ফুরাইলে হইবিরে বেহুঁশ।