গীতিকবিতা অনুচ্ছেদ ৬ ৭ ৮ ৯ ১০ শ্রেণি । Lyric paragraph for class 6 7 8 9 10

গীতিকবিতা
মানবজীবন বড়ই বৈচিত্র্যময়। এ জীবনে যেমনই আছে সুখ, তেমনই আছে দুঃখ। মানুষের এসব সুখ-দুঃখ ছাড়াও আরও যেসব আবেগ-অনুভূতি আছে তা কবিতার ভাষায় প্রকাশ পায়। আর সে-রকমই এক ধরনের কবিতা হলাে- গীতিকবিতা। গীতিকবিতায় কবির আনন্দ-বেদনা, কামনা-বাসনার গীতিময় রূপ প্রকাশিত হয়। এটি তন্ময় কবিতার অন্তর্গত। একসময় গীতিকবিতা সংগীত যন্ত্রের মাধ্যমে গীত হতাে। কিন্তু বর্তমানে গীতিকবিতাকে সংগীতের সাথে এক করে ভাবলে ভুল হবে। তার কারণ, আধুনিক গীতিকবিতায় শব্দের নতুন ব্যঞ্জনা ফুটে উঠেছে। গীতিকবিতার ছন্দ আবদ্ধ নয়। কবির অন্তরের অসীম আনন্দই গীতিকবিতার প্রাণ। কবির হৃদয়ে যে আনন্দের বন্যা বয়ে যায় সে সুর কবিকে আকুল করে তােলে তার বহিঃপ্রকাশই গীতিকবিতায় ঘটে। যাকে ইংরেজিতে বলে Lyric (লিরিক)। গীতিকবিতা নানা ধরনের হয়ে থাকে। যেমন- ভক্তিমূলক গীতিকবিতা, শােকমূলক গীতিকবিতা, লঘু বৈঠকি গীতিকবিতা। গীতিকবিতায় মানবজীবনের পরিপূর্ণ জীবনের কোনাে ইঙ্গিত নেই। আত্মবিমুগ্ধ কবি-হৃদয়ের সুর ধ্বনিত হয় গীতিকবিতায়। গীতিকবিতার প্রধান বৈশিষ্ট্য হলাে গতিশীলতা। বিহারীলাল চক্রবর্তীর ‘বঙ্গসুন্দরী’ রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বর্ষামঙ্গল’, কাজী নজরুল ইসলামের বাদল দিনে ইত্যাদি গীতিকবিতার অন্তর্ভুক্ত।