সাম্প্রতিক ভয়াবহ বন্যায় মানুষের দুঃখকষ্ট ও ক্ষয়ক্ষতির বিবরণ জানিয়ে তােমার প্রবাসী বন্ধুর নিকট একটি পত্র লেখ।
অথবা, সাম্প্রতিক বন্যা-পীড়িত কোন অঞ্চলে তুমি ত্রাণকার্যে নিয়ােজিত ছিলে। সেই অভিজ্ঞতা বর্ণনা করে তোমার বন্ধুকে একটি পত্র লেখ।
অথবা, তােমার অঞ্চলে ভয়াবহ বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তার বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর কাছে একটি পত্র লেখ।
২৩ জুলাই, ২০২০
হাতিয়া, নােয়াখালী।
প্রিয় ইউসুফ,
আশা করি ভালাে আছিস। গতকাল তাের পত্রখানা পেয়েছি। কিন্তু এলাকার বন্যার্তদের ত্রাণকার্যে ভীষণ ব্যস্ত ছিলাম বলে পত্রের জবাব দিতে দেরি হয়ে গেছে। সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তুই তাে জানিস, জলবায়ু ও ভৌগােলিক অবস্থানগত কারণে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। বন্যা এদেশে প্রায় প্রতিবছরই ঘটে যাওয়া একটি প্রাকৃতিক দুর্যোগ। এতে এদেশের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। তবে এবারের বন্যা খুবই মারাত্মক। ইতােমধ্যে দেশের ৬৪টি জেলার মধ্যে ৪৪টিই প্লাবিত হয়েছে। দেশের প্রায় ৬০ ভাগ ভূমি পানির নিচে তলিয়ে গেছে। লাখ লাখ মানুষ ঘর-বাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্র, উঁচু বাঁধে, রেললাইনের ধারে আশ্রয় নিয়েছে। দরিদ্র ও খেটে খাওয়া মানুষের দুঃখ-কষ্টের সীমা-পরিসীমা নেই। কাজের অভাবে, খাদ্যের অভাবে, চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করছে। এমতাবস্থায় আমাদের স্কুলে ত্রাণকেন্দ্র খােলা হয়েছে। আমরা সকল ছাত্রছাত্রী কয়েকটি ভাগে বিভক্ত হয়ে বাড়ি বাড়ি ঘুরে ত্রাণসামগ্রী সংগ্রহ করছি আর সেগুলাে দুর্গত মানুষদের কাছে পৌছে দিচ্ছি। স্থানীয় প্রশাসন থেকে প্রচুর পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট সংগ্রহ করে নৌকাযােগে প্রতিটি গ্রামের ঘরে ঘরে সেগুলাে বিতরণ করছি। তারপরও অনেকে দূষিত পানি পান করে ডায়রিয়াসহ বিভিন্ন পেটের পীড়ায় আক্রান্ত হয়ে পড়েছে। ত্রাণ-সামগ্রী বিতরণের পাশাপাশি আমরা সাপে কাটা রােগীর প্রাথমিক চিকিৎসা, ডায়রিয়া হলে করণীয়, পানি বিশুদ্ধকরণের নিয়ম প্রভৃতি বিষয়ে দুর্গত মানুষদের ধারণা দিয়ে চলেছি। তুই জেনে শঙ্কিত হবি যে, আশ্রয়স্থলসমূহ পানিতে তলিয়ে যাওয়ায় অসংখ্য সাপ মানুষের বাড়ি-ঘরে ডুকে পড়েছে। গত কয়েকদিনে বেশ কিছু মানুষ সাপের কামড়ে মৃত্যুবরণ করেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রােদ-বৃষ্টি উপেক্ষা করে ত্রাণকার্য চালিয়ে যাচ্ছি। মনে মনে ঠিক করে নিয়েছি যতদিন মানুষের দুর্দশা থাকবে ততদিনই কাজ করে যাব। আশা করি আমার বর্তমান ভূমিকায় তুই খুব খুশি হয়েছিস। তুই থাকলে আরও ভালাে হতাে। সে তাে হওয়ার নয়। আমার জন্য দোয়া করিস। বন্যা সম্পর্কে তাের কোনাে পরামর্শ থাকলে জানাস।
আজ এখানেই শেষ করছি। ভালাে থাকিস।
ইতি,
তােরই বন্ধু
ইয়াসিন মােল্লা।
প্রেরক ও প্রাপকের নাম ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে।