কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তােমার বন্ধুকে একটি পত্র ।
১১ সেপ্টেম্বর, ২০২০
প্রিয় সজিব,
শুরুতেই শুভেচ্ছা নিও। গত দুদিন আগে তােমার চিঠি পেয়েছি। চিঠিতে তুমি জানতে চেয়েছ কম্পিউটার শিক্ষার গুরুত্ব সম্পর্কে। তুমি তাে জান, নতুনকে জানাই আমার নেশা। ইতােমধ্যে আমাদের দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞানে অনার্স কোর্স চালু হয়েছে। দেশে সাধারণ শিক্ষা যেভাবে বেকারত্বের জন্ম দিচ্ছে, কম্পিউটার বিজ্ঞান কিছুটা হলেও এ অবস্থা হ্রাস করবে। কম্পিউটারের ব্যাপারে আমার ধারণাটা কম। তবে যতদূর শুনেছি এটা একটা বিস্ময়কর জগৎ। প্রতিটি দেশে এর ব্যবহার এত ব্যাপকভাবে শুরু হয়েছে যে, শিক্ষাদান থেকে শুরু করে তথ্য সংরক্ষণ, যােগাযােগ, পরীক্ষার ফলাফল তৈরি ও মূল্যায়ন, শিক্ষামূলক গবেষণা, পুস্তক প্রকাশনা, সংবাদপত্র প্রকাশনা ইত্যাদি প্রতিটি কর্মকাণ্ডই কম্পিউটার নির্ভর হয়ে পড়েছে। তাছাড়া চিকিৎসা ক্ষেত্রেও কম্পিউটার নবদিগন্ত উন্মােচন করেছে।
বর্তমানে বাংলাদেশে কম্পিউটারের দ্রুত ও ব্যাপক হারে ব্যবহার শুরু হয়েছে |
রােগ নির্ণয় থেকে শুরু করে ওষুধ নির্বাচন সব কাজই কম্পিউটারের মাধ্যমে করা হচ্ছে। অদূর ভবিষ্যতে হয়তাে আমাদের জীবনের চাকা কম্পিউটার ছাড়া একটুও ঘুরবে না। আধুনিক যুগে কম্পিউটার মানুষের নির্ভরশীল বন্ধু হিসাবে আবির্ভূত হয়েছে। আশির দশকের আগে বাংলাদেশে কম্পিউটার বিষয়ে শিক্ষার কোনাে সুযােগ ছিল না। নব্বইয়ের দশকে বাংলাদেশে আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিকভাবে কম্পিউটার শিক্ষা শুরু হয়। বর্তমানে বাংলাদেশে কম্পিউটারের দ্রুত ও ব্যাপক হারে ব্যবহার শুরু হয়েছে। এমতাবস্থায়, কম্পিউটার শিক্ষার মাধ্যমে আমি আমার জীবনটাকে সার্থক করে তুলতে পারি। তাছাড়া আধুনিক কম্পিউটার যুগে কম্পিউটার শিক্ষা ছাড়া বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা সম্ভব হবে না। তাই আমার মতাে সবারই কম্পিউটার বিষয়ে লেখাপড়া করা উচিত। আশা করি তুমিও আমার চিন্তাধারাকে সমর্থন করবে। আর কিছু লিখে তােমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। সাক্ষাতে বিস্তারিত আলােচনা হবে।
ইতি,
তােমার বন্ধু।
তানভীর।
প্রেরক ও প্রাপকের নাম ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে।