![]() |
কলেজে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে একটি পত্র |
তােমার কলেজে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে একটি পত্র লেখ।
প্রিয় ‘ক’
আমার প্রীতি ও সালাম নিও। অনেকদিন পর তােমার পত্র পেলাম। আশা করি ভালাে আছাে। আমার সাম্প্রতিক কর্মকাণ্ড জানতে চেয়েছে। গত সপ্তাহে আমাদের কলেজে তিনদিন ব্যাপী বিজ্ঞান মেলার আয়ােজন করা হয়েছিল। আমাদের কলেজ ছাড়াও আরাে কয়েকটি কলেজ এতে অংশ নিয়েছিল। বিজ্ঞান মেলার সার্বিক আয়ােজন যাতে সুষ্ঠুভাবে পরিচালিত ও পরিবেশিত হয়, সেজন্য কয়েকজন সহপাঠীসহ আমি বেশ কিছুদিন অত্যন্ত ব্যস্ততার মধ্যে ছিলাম। মেলার ব্যবস্থাপনার দায়িত্বটি আমার উপর ছিল। মেলাটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে দিকে আমাকে সবসময় দৃষ্টি রাখতে হয়েছে। আমি নিজেও এতে অংশগ্রহণ করার মানসে একটি সুন্দর প্রজেক্ট তৈরির কাজে নিয়ােজিত ছিলাম। সত্যি বলতে কি, বিজ্ঞান মেলা যে এত আনন্দঘন হতে পারে তা আমার জানা ছিল না।
মেলায় ক্ষুদে বিজ্ঞানীরা তাদের তৈরি নানা প্রকার প্রজেক্ট ও উদ্ভাবনী নিয়ে হাজির হয়েছিল। কেউ এনেছিল বায়ােগ্যাসের কার্যকারিতা, কেউবা সৌরচুল্লির রন্ধন প্রক্রিয়াসহ নানাবিধ উদ্ভাবনী । আমাদের কলেজের ছেলেরা মার্কনির বেতার যন্ত্রের মডেল তৈরির মাধ্যমে দর্শকদের বুঝিয়েছিল যে, তার ছাড়া কীভাবে বেতার যন্ত্রে কথা ধরা পড়ে। দর্শকদের এটি মুগ্ধ করেছিল। মেলার সবচেয়ে আকর্ষণীয় স্টলটিতে ছিল কম্পিউটার প্রযুক্তির বিস্ময়কর উপস্থিতি। কম্পিউটার কীভাবে পৃথিবীর সমস্ত কাজ করে তা বুঝিয়ে দিচ্ছিল আমাদের এক ক্ষুদে কম্পিউটার বিজ্ঞানী। এ কটা দিন বহিরাগতদের আনাগােনা এবং ছাত্রছাত্রীদের কল-কোলাহলে কলেজ ক্যাম্পাস ছিল মুখরিত। বিজ্ঞান মেলার দিনগুলাে বেশ আমােদ ও ব্যস্ততার মধ্যে কেটেছে। তুমি এখন কী করছ তা জানাওনি। তােমার বাবা মাকে আমার সালাম জানাবে। ছােট ভাইবােনদের জন্য রইল অনেক আদর!