পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের জন্য অভিনন্দন জানিয়ে বন্ধুর নিকট একখানা পত্র লেখ।
অথবা, তােমার কোনাে বন্ধু মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। তাকে অভিনন্দন জানিয়ে একখানা পত্র লেখ।
কুমিল্লা,
তাং – ১০/০১/২০১৫ইং
প্রিয় সিয়াম,
আমার প্রীতি ও শুভেচ্ছা রইল। গতকাল তােমার পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। আমি যেনে খুবই খুশি হয়েছি যে, সব বিষয়ে কৃতিত্বপূর্ণ নম্বর পেয়ে তুমি বিজ্ঞান বিভাগে গােল্ডেন এ+ পেয়েছ। এ সাফল্যের জন্য তােমাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তােমার এ কৃতিত্ব আমাদের সকলের কাছে গৌরবের। তােমার এ সাফল্যে আব্বা ও আম্মা খুশি হয়ে তােমাকে প্রাণভরে দোয়া করছেন। পরম করুণাময় আল্লাহকে অশেষ ধন্যবাদ, তিনি তােমার দীর্ঘদিনের পরিশ্রম সার্থক করেছেন। এখানেই তােমার শেষ নয়। মনে রাখবে, আত্মতৃপ্তি নিয়ে বসে থাকলে সামনে এগােতে পারবে না। আশা করি তোমার এ ধরনের কৃতিত্ব জীবনের পরবর্তী পরীক্ষাগুলােতে এবং জীবনের সর্বক্ষেত্রে বহাল থাকবে। দেশ ও জাতি তােমার কাছে অনেক আশা করে। আজ আর নয়।
ইতি
তোমারই গুণমুগ্ধ,
মুনিম।
অভিনন্দন
অভিনন্দন