কর্তব্যের কাছে ভাই বন্ধু কেউ নেই
ভাবসম্প্রসারণ কর্তব্যের কাছে ভাই বন্ধু কেউ নেই ৬ ৭ ৮ ৯ ১০ ১১ শ্রেণী SSC HSC JSC
মূলভাব
সততা, দায়িত্ববােধ ও ন্যায়নীতির ভিত্তিতে স্বীয় কর্তব্য পালনই মানবধর্ম। আর কর্তব্য পালনে ভাই বন্ধু ভেদাভেদ করার অবকাশ নেই।
সম্প্রসারিত ভাব
মানুষ সৃষ্টির সেরা জীব। স্বীয় মেধা ও বুদ্ধিবলে মানুষ এই শ্রেষ্ঠত্ব অর্জন করতে সক্ষম হয়েছে। নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য এ পৃথিবীতে মানুষকে সর্বদা কর্মব্যস্ত থাকতে হয়। শুধু তাই নয়, কর্মব্যস্ত জীবনে প্রতিটি মানুষকে তার ওপর অর্পিত বেশকিছু কর্তব্য পালন করতে হয়। কর্তব্যের কছে তাই ভাই-বন্ধু, আপন-পর ভেদাভেদ করার অবকাশ নেই। একজন বিচারক যখন বিচারাসনে বসে বিচার করেন, তখন তাঁর নিকট ভাই-বন্ধু, আত্মীয়-স্বজন সবাই তুচ্ছ হয়ে যায়। শাস্তি প্রদানের ক্ষেত্রে তিনি আপন-পর বিবেচনা করেন না।
একদা এক মহিলা চুরির দায়ে ধরা পড়লে রাসুল (সা) তার হাত কাটার নির্দেশ দেন। কেউ একজন রাসুল (সা)-কে মহিলাটি রাসুল (সা)-এর বংশের বলে জানালে তিনি বলেন, “আমার মেয়ে ফাতিমাও যদি এ কাজ করতাে তাহলে আমি তাকে একই দণ্ডাদেশ দিতাম।” ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর (রা)(Umar(R)) স্বীয় পুত্র আবু শাহমাকে মদ্যপানের অপরাধে বেত্রাঘাতের দণ্ডাদেশ দেন এবং নিজ হাতে তা কার্যকর করেন। এতে আবু শাহমার মৃত্যু হলেও শাস্তি সামান্যতম মওকুফ করেননি। প্রত্যেকটি মানুষের উচিত হযরত উমর (রা)-এর মতাে কর্তব্যপরায়ণ হওয়া।
কর্তব্যের চেয়ে ভাই-বন্ধু, আত্মীয়-স্বজন কেউ বড়াে নয়। যখন যে মানুষ যে কাজে নিয়ােজিত থাকবে, তখন সেই কাজটাই হবে তার কাছে প্রধান। ভাই বন্ধু চিন্তা করতে গেলে সঠিকভাবে কর্তব্য পালন করা যায় না। আত্মচিন্তায় মগ্ন ব্যক্তি সুষ্ঠুভাবে কাজ করতে পারে না। অতএব, সকলেরই কর্তব্যবােধে উদ্বুদ্ধ হয়ে নিরপেক্ষভাবে কাজ করা উচিত।
মন্তব্য
কর্তব্যে অবহেলা বা পক্ষপাতিত্ব মানবধর্মের পরিপন্থি। তাই প্রত্যেকের উচিত কর্তব্যে অটল থাকা।