ইসলাম ও আল কুরআন (সাধারণ জ্ঞান) – পর্ব ৩
প্রশ্ন : কুরআনের মােট সেজদার আয়াত কয়টি?
উত্তর : ১৪টি।
প্রশ্ন : কুরআনে আল্লাহ শব্দটি কতবার এসেছে।
উত্তর : ২৫৮৪ বার।
প্রশ্ন :কুরআনের শব্দ সংখ্যা কত?
উত্তর : ৭৬,৪৩০টি (মতান্তরে ৮৬,৪৩০)।
প্রশ্ন :কুরআনের অক্ষর সংখ্যা কত?
উত্তর :৩,২৩,৬৭১টি (মতভেদ আছে)।
প্রশ্ন : রাহমান ও রহীম শব্দটি কতবার এসেছে।
উত্তর : যথাক্রমে ৫৭ ও ১১৪ বার।
প্রশ্ন :কুরআনে কতজন নারীর কথা বলা হয়েছে।
উত্তর : ১০ জন।
প্রশ্ন : কোন সূরায় নারী জাতির অধিকার সম্পর্কে বলা হয়েছে।
উত্তর : সূরা নূর ও সূরা নিসায়।
প্রশ্ন : ‘বিসমিল্লাহির রাহমানীর রাহিম’ এতে কতটি আক্ষর আছে।
উত্তর : ১৯টি।
প্রশ্ন : পবিত্র কুরআনে বর্ণিত পাহাড় দুটির নাম কি?
উত্তর : তুরস্কের জুদী পাহাড় ও ফিলিস্তিনের তুর পালা।
প্রশ্ন :কুরআনে বর্ণিত আহলে কিতাব কারা?
উত্তর : ইহুদি ও খ্রিস্টানরা।
প্রশ্ন : সাম্রাজ্যের নামে কোন সূরার নাম রাখা হয়েছে।
উত্তর : সূরা রােম।
প্রশ্ন : কুরআনের রুকু সংখ্যা কত? :
উত্তর : ৫৪০টি।
প্রশ্ন : কুরআনে কতজন ফেরেশতার নাম বলা হয়েছে
উত্তর : ৪ জন (জিব্রাইল (আ), মিকাইল (আ), হারুত (আ) ও মারুত (আ)
প্রশ্ন : পাঁচ ওয়াক্ত নামায ফরজ হয় কখন?
উত্তর : মেরাজের রাত্রিতে।
প্রশ্ন :কুরআনে হরকত সংযােগ করেন কে?
উত্তর : হাজ্জাজ বিন ইউসুফ।
প্রশ্ন : আল কুরআন প্রথম বাংলায় অনুবাদ করেন কে?
উত্তর : ভাই গিরিশচন্দ্র সেন।
প্রশ্ন :মুসলমানদের মধ্যে প্রথম কুরআন বাংলায় অনুবাদ করেন কে?
উত্তর : মাওলানা আমীর উদ্দিন বাসুনিয়া।
প্রশ্ন :ইংরেজিতে প্রথম কুরআন শরীফ অনুবাদকের নাম কি?
উত্তর : ড. তালিম আবু নাসের (যুক্তরাষ্ট্র)।
প্রশ্ন : সর্বমোট আসমানি কিতাব কতটি?
উত্তরঃ ১০৪ টি।
প্রশ্নঃ প্রধান আসমানি কিতাব কতটি?
উত্তরঃ ৪ টি। তাওরাত, যাবুর, ইঞ্জিল ও কুরআন।
প্রশ্নঃ তাওরাত কোন নবীর উপর অবতীর্ণ হয়েছে?
উত্তরঃ হযরত মূসা (আ)।
প্রশ্নঃ যাবুর নবীর উপর অবতীর্ণ হয়েছে?
উত্তরঃ হযরত দাউদ (আ)।
প্রশ্নঃ ইঞ্জিল নবীর উপর অবতীর্ণ হয়েছে?
উত্তরঃ হযরত ঈসা (আ)।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।