শ্রেণিঃ ৬ ষষ্ঠ
গৃহের অভ্যন্তরীণ বিভিন্ন স্থানের বিন্যাস | গৃহের অভ্যন্তরীণ স্থানের নাম | সম্পাদিত কাজ |
আনুষ্ঠানিক স্থান | ড্রইং রুম | এখানে আমরা বিভিন্ন আনুষ্ঠানিকতা রক্ষা করি। আমাদের গৃহে কোনো অতিথি এলে তাদের অভ্যর্থনা জানাই এবং ড্রইং রুমে তাদের বসার ব্যবস্থা করি। |
খাওয়ার ঘর | খাওয়ার ঘরে অতিথিদের এবং পরিবারের সদস্যদের খাবারের জন্য বসার ব্যবস্থা করা হয়। | |
অনানুষ্ঠানিক স্থান | শোবার ঘর | পরিবারের সদস্যদের বিশ্রামের জন্য শোবার ঘর ব্যাবহার করা হয়। |
পড়ার ঘর | পড়াশুনা এবং জ্ঞান চর্চার জন্য পড়ার ঘর ব্যাবহার করা হয়। | |
কাজের স্থান | রান্না ঘর | কোটা, বাছা, ধোয়া, মসলা বাটা ইত্যাদি রান্নার কাজের জন্য এবং খাবার পরিবেশনের জন্য বাসনপত্র, গ্লাস, জগ, চামচ, ছুরি, কাটা ইত্যাদি যথাস্থানে রাখার জন্য রান্না ঘর রান্না ঘর ব্যাবহার করা হয়। |
বাথরুম | পরিষ্কার পরিছন্নতার জন্য যেমনঃ কাপড়-চোপড় ধোয়া, গোসল, পায়খানা, পস্রাবের জন্য বাথরুম ব্যাবহার করা হয়। |
nice
আপনাকে ধন্যবাদ।