অনলাইন ডেস্ক
বুধবার (১৮ আগস্ট) এসএসসি ও সমমানের এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতা জমা দেওয়া সংক্রান্ত নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। নির্দেশনায় বলা হয়েছে, করোনা মহামারির কারণে ২০২১ সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের পাঠ্যসূচী সংক্ষিপ্ত করা হয়েছে। যেসব বিষয়ে ব্যবহারিক আছে সেসব বিষয়ে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে কী কী ব্যাবহারিক করতে হবে তাও উল্লেখ করা আছে।
২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত পাঠ্যসূচির আলোকে প্রত্যেক বিষয়ের যেকোন দুইটি ব্যবহারিক খাতা তৈরি করে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে। এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদেরকেও নৈর্বাচনিক বিষয়ের প্রতিটির প্রতি পত্রের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে দেওয়া ব্যবহারিকের দুটি করে ব্যবহারিক কার্যক্রমের খাতা তৈরি করে জমা দিতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, যদি কোন শিক্ষার্থী ২০২১ সালের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পতিপত্রে দুইটির বেশি ব্যবহারিক সম্পন্ন করে থাকে, তাহলেও ঐ শিক্ষার্থীকে ঐসব ব্যবহারিক খাতা বা নোট বুক জমা দিতে পারবে।