
গুগল অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য প্রতিনিয়তই নানা রকমের সুযোগ সুবিধা নিয়ে আসে। তেমনি একটি সুন্দর সুবিধা হল Contacts ব্যাকআপ। অনেক সময় এই Contacts ব্যাকআপ ম্যাজিকের মত কাজ দেয়। একটু ভাবুন তো, আপনি যে স্মার্টফোনটি ব্যাবহার করছেন তা কোন কারণে নষ্ট বা হারিয়ে গেল। মাথায় চিন্তার ভাঁজ এত Contacts সেভ করা ছিল মোবাইল এ এগুলো পাবো কই?
স্মার্টফোন ব্যবহারকারীদের কথা ভেবেই গুগল আপনাদের Contacts গুলো যাতে নিরাপদে ফিরে পেতে পারেন তার জন্য ব্যাকআপ এর ব্যবস্থা রেখেছে। কোন কারণে আপনার ফোন হারিয়ে গেলে বা নতুন ফোন ব্যবহার করার দরকার পরলে আপনি চাইলে আগের সকল Contacts ফিরে পেতে পারেন। কিন্তু কীভাবে?
কীভাবে Contacts ব্যাকআপ করবেন?
Contacts ব্যাকআপ করার জন্য আপনাকে Google Contacts অ্যাপটি ইন্সটল করে নিতে হবে। এই অ্যাপটি ব্যবহার করার সুবিধা হল আপনি যদি অন্যকোন ডিভাইসে জিমেইল দিয়ে লগইন করেন তাহলে আপনার ব্যাকআপ করা Contacts গুলো স্বয়ংক্রিয়ভাবে আপনার মোবাইলের Contacts এ পেয়ে যাবেন। তাহলে আসুন দেখে নেই কীভাবে Contacts ব্যাকআপ করবেন?
- Google Contacts অ্যাপটি খুলুন
- এ্যাপসটির নীচের ডান দিকে Fix and Manage অপশনটিতে চাপুন৷

- এরপর Export to file এ ক্লিক করুন।

- এরপর যে গুগল অ্যাকাউন্ট থেকে Contacts Export করতে চান তা বাছাই করুন। বাছাই করা হয়ে গেলে Export to .vcf file এ ক্লিক করুন।

- Save এ ক্লিক করুন।
আপনার ফোন মেমরি বা মেমরি কার্ডে ফাইলটি সেভ হয়ে যাবে। এখন আপনি চাইলে ফাইলটি অন্য মোবাইলে ট্রান্সফার করে সেখানে সকল Contacts ইম্পোর্ট করে নিয়ে পারেন।
আশা করি আপনারা শিখে নিয়েছেন কীভাবে স্মার্টফোনে Contacts ব্যাকআপ করতে হয়।