বিসিএস প্রস্তূতিসাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞান ৩১ – ৬০ঃ শিক্ষক নিবন্ধন ও বিসিএস পরীক্ষার জন্য

Daraz cupon Code

 প্রিয় শিক্ষার্থী সাধারণ জ্ঞান শিক্ষক নিবন্ধন ও বিসিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া হল।

সাধারণ জ্ঞান ৩১ - ৬০ঃ শিক্ষক নিবন্ধন ও বিসিএস পরীক্ষার জন্য

৩১। G-8 এর একমাত্র এশীয় দেশ কোনটি?
উঃ জাপান।

৩২। ড্রোন কি?
উঃ চালকবিহীন বিমান।
৩৩। পৃথিবীর কোন দেশে খুব বেশি ভুমিকম্প অনুভূত হয়?
উঃ জাপান।
৩৪। সামাজিক যোগাযোগ মাধ্যম “ফেসবুক” এর প্রতিষ্ঠাতা কে?
উঃ মার্ক জুকারবার্গ।
৩৫। Mouse (মাউস) একটি-
উঃ Input device.
৩৬। VDU এর পূর্ণ রুপ হচ্ছে-
উঃ Visual Display Unit.
৩৭। সিরিয়াল পোর্ট মাউসে পিন থাকে – 
উঃ ৯টি।
৩৮। বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ কতোটি?
উঃ ১৫৩ টি।
৩৮। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ পত্যাবর্তন করেন কোন সালে?
উঃ ১০ জানুয়ারি ১৯৭২।
৩৯। বিশ্ব এইডস দিবস বছরের কোন তারিখে পালন করা হয়?
উঃ ১ ডিসেম্বর।
৪০। জাতীয় যুব দিবস ছরের কোন তারিখে পালন করা হয়?
উঃ ১ নভেম্বর।
৪১। বিশ্ব মানবধিকার দিবস ছরের কোন তারিখে পালন করা হয়?
উঃ ১০ ডিসেম্বর।
৪২। জাপানের পার্লামেন্টের নাম কি?
উঃ ডায়েট।
৪৩। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নাম কি?
উঃ কগ্রেস।
৪৪। কংগ্রেসের উচ্চকক্ষের নাম? 
উঃ সিনেট।
৪৫। ইসরাইলের পার্লামেন্টের নাম কি?
উঃ নেসেট।
৪৬। সুইডেনের মুদ্রার নাম কি?
উঃ ক্রোনা।
৪৭। “মাটির ময়না” ছবি নির্মাণ করেন কে?
উঃ তারেক মাসুদ।
৪৮। তিতাস গ্যাসক্ষেত্রটি কোথায়?
উঃ ব্রাহ্মণবাড়িয়া।
৪৯। বর্তমান বিশ্বের একমাত্র নগর রাষ্ট্র হলো – 
উঃ সিঙ্গাপুর।
৫০। পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদে আসন সংখ্যা ছিল?
উঃ ১৬৯টি।
৫১। ২০১৪ সালের বৈশ্বিক ব্যবসায়িক সক্ষমতা বাংলাদেশের অবস্থান কততম?
উঃ ১১৫ তম।
৫২। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে?
উঃ মুঘল সম্রাট আকবর।
৫৩। বঙ্গভঙ্গ  রোধ হয় কোন সালে?
উঃ ১৯০৫ সালে।
৫৪। পাল বংশ কত বছরের মতো শাসন করেছে?
উঃ পাল বংশ।
৫৫। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি?
উঃ সেন্টমার্টিন।
৫৬। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপের নাম কি?
উঃ মহেশখাল।
৫৭। বাংলাদেশের বৃহত্তম দ্বীপের নাম কি?
উঃ ভোলা।
৫৮। বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্রের নাম কি?
উঃ মহাস্থানগড়।
৫৯। বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়?
উঃ সৈয়দপুর ।
৬০। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
উঃ ১৩৬ তম।

সম্পর্কিত টপিক

১ টি মন্তব্য

মন্তব্য করুন

Back to top button