Reply To: মাজারে ও পীরের কাছে যাওয়া ঠিক হবে কিনা?

#9633
Rimon
Keymaster

মাজারে যাবেন কবর যিয়ারতের নিয়তে। কিন্তু সেটাও দূর থেকে সফর করে যাওয়া যাবে না। হাদিসে আসছে তিনটা মসজিদে দূর থেকে সফর করা যায় এবং এর জন্য সওয়াব আছে। সেটা হল মক্কার মসজিদে হারাম, মদিনার মসজিদে নববি, ফিলিস্তানের বায়তুল মুকাদ্দাস। এই তিনটি মসজিদ ছাড়া সওয়াবের নিয়তে সফর করা জায়েজ নাই। তবে হ্যাঁ, আপনি দ্বীন শিখার জন্য ব্যবসার জন্য আপনি চাইলে যেতে পারেন। অতএব, কোন মাজারে সফর করে যাওয়ার  তবে হ্যাঁ, যদি আপনি মাজারের কাছাকাছি গেলেন, সেখানে আল্লাহর কোন ওলী বা নেককার মানুষের কবর আছে আপনি কবর জিয়ারত করলেন এটা অবশ্যই ভালো। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন – “একসময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি, এখন তোমারা কবর জিয়াতর কর। কারণ কবর জিয়াতর করলে তোমাদের আখিরাতের কথা স্মরণ হবে।” এইজন্য কবর জিয়ারত করা সুন্নত। মাজারে কবর জিয়ারতের জন্য যেতে পারেন তবে কোন কিছু পাওয়ার আসায় গেলে তা শিরিক হবে। 

PDF Download [8KB]

 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

Back to top button