Reply To: ফেসবুকে জন্মদিনে উইশ করা কতোটুকু শরীয়ত সম্মত?

#9627
Rimon
Keymaster

সুন্দর একটি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ।

জন্মদিন আসলে খুশী হওয়ার কারণ নাই বরং আফসোস করা উচিত কারণ জীবন থেকে একটা বছর আপনার চলে গেল। জন্মদিন আসলে আমরা পাগল হয়ে যাই। কেক কাটি। আসলে জন্মদিনে উইশ কেক কাটা এগুলো ইসলামের শিক্ষা হতে পারে না। জন্মদিন উপলক্ষে যদি আপনাদের কিছু করতে মন চায় তাহলে রোজা রাখতে পারেন। নবী করীম (সাঃ) প্রতি সোমবার রোজা রাখতেন কারণ তিনি সোমবার দিন জন্ম গ্রহণ করেছিলেন। 


 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

Google News
Back to top button