Reply To: মহিলাগণ নামাযের সময় কতোটুকু অংশ পর্দার বাহিরে রাখতে হবে?
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।
খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উত্তর হল পুরা শরীর পর্দার ভিতরে রাখতে হবে। বেশিরভাগ মহিলাদের নামায হয় না শুধুমাত্র সতর ঢাকার ফরযটা লঙ্ঘন করার কারণে। যদি গলা খোলা থাকে, হাতের গোছা খোলা থাকে, গলার কাঁধ খোলা থাকে এমনকি চুল খোলা থাকে তাহলে নামায হবে না। মুখমণ্ডল, দুই হাতের কব্জি, এবং পায়ের পাতা ছাড়া বাকি সব অঙ্গ ঢেকে রাখতে হবে।
এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন।