Reply To: ট্রেনের সিটের পাশে C ও W এর মানে কী?

#11999
Alina
Keymaster

ট্রেনের সিটের পাশে ইংরেজিতে C ও W দিয়ে আসন বিন্যাস করা হয়।

C এর মানে হল Corner
W এর মানে হল Window
train ticket

ছবিতে ক লিখা আছে এর মানে হল আপনার সিট ক নাম্বার বগিতে। আর পাশে ১১ লিখা আছে। এটির মানের হল আপনি ক নাম্বার বগিতে ১১ নাম্বার সিটে বসবেন। এখন আপনি ক নাম্বার বগিতে গেলেন এবং কোন একটি সিটে C- 11 এবং W-12 লিখা আছে। অর্থাৎ আপনি C – 11 তে বসবেন। আর মনে রাখবেন C হল কর্নারের সিট। জানালার পাশে না।
সম্প্রতি আমি ট্রেনে গ্রামের বাড়িয়ে যাওয়ার সময় বিপাকে পড়ে গিয়েছিলাম। কারণ আমার টিকেটে C 11 লিখা ছিল। আমি বুঝতে পারছিলাম না জানলার পাশে বসবো নাকি কর্নারে বসবো। আমি হুট করে জানালার পাশে বসার জন্য সিটের ময়লা ভালো করে পরিষ্কার করছিলাম। একটু পরেই এক ভদ্রলোক আমাকে বললেন উনার সিট W 11 জানালার পাশে।

  • This reply was modified 2 weeks, 4 days ago by Alina.
PDF Download [8KB]

 এই রকম আরও তথ্য পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। এর পাশাপাশি গুগল নিউজে আমাদের ফলো করুন। 

Back to top button