অর্থসহ ইংরেজি প্রবাদ বাক্য (পর্ব ৮) | English & Bengali Proverbs
১. শাক দিয়ে মাছ ঢাকা। – To hide in a superficial way.
২. নিজের ফাঁদে নিজেই জড়িয়ে পড়া। – To hoist with one’s own petard.
৩. পেটের কথা পেটে রাখা। – To keep counsel.
৪. এক ঢিলে দুই পাখি মারা। – To kill two birds with one stone.
৫. কত ধানে কত চাল জানা। – To know how many beans, make five.
৬. হীন অবস্থাতে দিন কাটানো। – To lead the life of a dog.
৭. গাছে তুলে মই কেড়ে নেয়া। – To leave one in the lurch.
৮. চোর পালালে বুদ্ধি বাড়ে। – To lock the stable door when the steed is stolen.
৯. পরের মাথায় কাঁটাল ভাঙা। – To make a cat’s paw of a person.
১০. মাছের (কৈয়ের) তেলে মাছ (কৈ) ভাজা। – To gain without spending.
১১. মহাজন যে-পথে করেছে গমন। – To follow in the footsteps of the wise.
১২. গোলে হরিবোল দেয়া। – To fish in troubled water.
১৩. সুখে থাকতে ভূতে কিলায়। – To feel ill at ease.
১৪. আপন কোলে ঝোল টানা। – To feather one’s nest.
১৫. একুল-ওকুল দুকুল গেল। – To fall between two stools.
১৬. কড়ায় কণ্ডায় আদায় করা। – To exact to the last penny.
১৭. খাই দাই ডুগডুগি বাজাই। – To enjoy a life of ease.
১৮. দু্ঃখের ভাত সুখ করে খাওয়া। – To eat happily one’s bread of labor.
১৯. তেলা মাথায় তেল দেওয়া। – To carry coal to Newcastle.
২০. উলুবনে মুক্তা ছড়ানো। – To cast pearls before swine.