ইংরেজি প্রবাদ বাক্যপ্রবাদ বাক্য

অর্থসহ ইংরেজি প্রবাদ বাক্য (পর্ব ৫) | English & Bengali Proverbs

Rate this post

অর্থসহ ইংরেজি প্রবাদ বাক্য (পর্ব ৫) | English & Bengali Proverbs


১. কত ধানে কত চাল বুঝবে – You will know now what’s what.
২. ঘুঘূ দেখেছো, ফাঁদ দেখনি – You must not see things with half an eye.
৩. আমড়া গাছে আম হয় না – You cannot make a silk purse out of a sow’s ear.
৪. গাধা পিটে ঘোড়া হয় না – You cannot make a man of an ass.
৫. কখনও কখনও জানার চেয়ে না জানাই ভালো – Where ignorance is bliss, tis folly to be wise.
৬. ইচ্ছা থাকিলেই উপায় হয় – Where there is a will, there is a way
৭. যথা ধর্ম তথা জয় – Where there is justice, there is victory.
৮. যতক্ষণ শ্বাস ততক্ষণ আঁশ – While there is life, there is hope
৯. বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে – Who is bell the cat
১০. নির্বোধের নাই প্রমাদের ভয় – Who knows nothings, doubts nothing.
১১. গুরুনিন্দায় অধোগতি – Whoever calumniates his preceptor is damned
১২. সুযোগ হারাবে কেন? – Why buy a cow when you can get milk for free.
১৩. শুধু কথায় পেট ভরে না – Wishes never fill the bag.
১৪. পাকা লোক ফাঁকা কথায় ভোলে না – You cannot catch an old bird with chaff.
১৫. কারও সর্বনাশ, কারও পৌষমাস – What is sport to the cat is death to the rat.
১৬. ভাগ্যকে পরিবর্তন করা যায় না – What must be, must be and what will be, will be.
১৭. না জানলে মন খারাপ হয় না – What the eye doesn’t see, the heart doesn’t grieve over.
১৮. নামে কিবা আসে যায়? – What’s in a name.
১৯. যেখানে যেমন, সেখানে তেমন – When in Rome, do as Romans do.
২০. এক দুয়ার বন্ধ তো হাজার দুয়ার খোলা – When one door shuts, another opens.
২১. অভাব দেখা দিলে ভালবাসা জানালা দিয়ে পালায় – When poverty comes in at the door, love flies out of the window.
২২. বামন গেল ঘর তো লাঙ্গল তুলে ধর – When the cat’s away, the mice will play.
২৩. কাজ বা পরিস্থিতি যতটা প্রতিকূল হবে ততটাই দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে – When the going gets tough, the tough gets going.

Rimon

This is RIMON Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

মন্তব্য করুন

Related Articles

Back to top button