ভূমিকম্পনের বিপর্যয়
অনুচ্ছেদ
ভূমিকম্প হচ্ছে ভূপৃষ্ঠের কোনাে অংশের আকস্মিক আন্দোলন। ভূ-মধ্যস্থ গভীর ফাটল অথবা আগ্নেয়গিরির বিস্ফোরণ এর কারণ। পৃথিবীর কোনাে কোনাে অঞ্চল ভূমিকম্পপ্রবণ আর কোনাে কোনাে অঞ্চল এই প্রাকৃতিক দুর্যোগ থেকে অপেক্ষাকৃত নিরাপদ। জাপান, ইরান, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। এসব দেশে ঘরবাড়ি এবং পুল-সেতু কম্পনরােধকভাবে নির্মাণ করা হয়। ভূমিকম্প সংঘটিত হওয়ার পূর্বাভাস প্রদান করা সম্ভব হয় না। একটি ভয়াবহ ভূমিকম্প ঘর-বাড়ি ও মাল-সম্পদের ব্যাপক ধ্বংস সাধন করে।
ভূমিকম্পনের বিপর্যয় |
বিধ্বস্ত ভবনের নিচে পড়ে মানুষ পিষ্ট হয়ে যায়। মাঝে মাঝে কোনাে স্থানে কয়েকদিন পরপরই ভূমিকম্প হয়। তাই ভূমিকম্পের পরে মানুষ খোলা মাঠে তাঁবু খাটিয়ে থাকে। কোনাে জনবহুল নগরীতে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হলে হাজার হাজার লােক হতাহত হয়। অনেক লোক বিধ্বস্ত বাড়িতে আটকা পড়ে থাকে এবং তাদের উদ্ধার করতে কয়েকদিন সময় লেগে যায়। এই প্রাকৃতিক দুর্যোগের ধ্বংস কাণ্ড থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ঘর-বাড়ি ও সেতু-রাস্তা এমন পদ্ধতিতে নির্মাণ করা, যাতে সেগুলাে ভূমিকম্প সহনীয় হয়। তাছাড়া সাধারণ মানুষদের মঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। ভুমিকম্প হলে এদিক সেদিক না দৌড়ে খোলা মাঠে নিরাপদ স্থানে চলে যেতে হবে। ঘরের ভিতর থাকলে যদি সম্ভব হয় ঘর থেকে বেরিয়ে আসতে হবে। লিফট ব্যাবহার না করে সিঁড়ি ব্যাবহার করা উচিত। ঘর থেকে বের হতে না পারলে টেবিলের নিচে আশ্রয় নিতে হবে। যারা গাড়ি চালানো অবস্থায় থাকবে দ্রুত গাড়ি বন্ধ করে গাড়ি থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশে প্রতিবছর ভুমিকম্প হয়ে থাকে।
good