
Durood Sharif Bangla: সালাতে তাশাহহুদের পর আমরা সকলেই দুরূদ শরীফ পাঠ করে থাকি। দুরূদ শরীফ ছাড়া সালাত শুদ্ধ হয় না। হযরত মোহাম্মদ (সাঃ) এর উপর দুরূদ শরীফ পাঠ অতি ফজিলতপূর্ণ কাজ। কাজেই আমাদের সকলে সহি শুদ্ধভাবে দুরূদ শরীফ পাঠ করা জানতে হবে।
দুরূদ শরীফ “দুরুদে ইব্রাহীম” নামেও ডাকা হয়।
Durood Sharif in Arabic
Durood Sharif Bangla বাংলা উচ্চারণ
ওয়া আলা আলি মুহাম্মাদিন।
কামা সাল্লাইতা আলা ইব্রাহীমা
ওয়া আলা আলি ইব্রাহীম
ইন্নাকা হামিদুম মাজীদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিও
ওয়া আলাআলি মুহাম্মদিন
কামা বারকতা আলা ইব্রাহীমা
ওয়া আলা আলি ইব্রাহীম
ইন্নাকা হামিদুম মাজীদ।
Durood Sharif Bangla অর্থ
হে আল্লাহ! আপনি (আপনার নিকটস্থ উচ্চসভায়) মুহাম্মাদকে সম্মানের সাথে স্মরণ করুন এবং তাঁর পরিবার-পরিজনকে, যেমন আপনি সম্মানের সাথে স্মরণ করেছেন ইবরাহীমকে ও তাঁর পরিবার-পরিজনদেরকে। নিশ্চয় আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামহিমান্বিত। হে আল্লাহ! আপনি মুহাম্মাদ ও তাঁর পরিবার পরিজনের ওপর বরকত নাযিল করুন যেমন আপনি বরকত নাযিল করেছিলেন ইবরাহীম ও তাঁর পরিবার-পরিজনের ওপর। নিশ্চয় আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামহিমান্বিত
এ দুরূদ নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পাক জবান হতে তৈরি। অতএব, এ দুরূদ সব দুরূদের সেরা দুরূদ, যা দরুদে “ইব্রাহীম” নামে খ্যাত।
আর যখনই নবীজির মুবারক নামের আলােচনা আসে, তখন পড়ার জন্য দুরূদ শরীফের সহজ ও সংক্ষিপ্ত বাক্য নির্ধারন করা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
Thank you so much❤️