দোয়া মাছুরা মূলত ক্ষমা প্রার্থনার দোয়া। আমার সবাই দোয়াটি নামাজে শেষ রাকাতে পরে থাকি। যদিও দোয়া মাছুরা না পড়লেও নামাজ হয়ে যায়। কিন্তু এটি পড়া সুন্নত। আর আল্লাহ যেহেতু ক্ষমাশীল এবং নামাজের সময় আল্লাহ দোআ কবুল করে থাকেন সেহেতু দোয়া মাছুরা পড়ার সুযোগ হাতছাড়া করা মোটেও উচিত না। আমরা কমবেশী সবাই দোয়া মাছুরা জানি। যারা জানেন না তাদের জন্যে বাংলায় দুআটি পোস্ট করা হলো।
উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী যুলমান কাসীরাওঁ ওয়ালা ইয়াগ ফিরুয যুনূবা ইল্লা আন্তা; ফাগফির লী মাগফিরাতাম মিন ইন্দিকা ওয়ার হামনী ইন্নাকা আন্তাল গফুরুর রাহীম।
অর্থঃ হে আল্লাহ্! আমি আমার নিজ আত্মার উপর বড়ই অত্যাচার করেছি, গুনাহ মাফকারী একমাত্র তুমিই; অতএব তুমি আপনা হইতে আমাকে সম্পূর্ণ ক্ষমা কর এবং আমার প্রতি দয়া কর। তুমি নিশ্চয়ই ক্ষমাশীল দয়ালু।